স্টাফ রিপোর্টারঃ বরিশালের উজিরপুর উপজেলার জয়শ্রী বন্দরে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে জয়শ্রী বটতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
জানা গেছে- উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের জয়শ্রী বটতলা নামক স্থানে রাস্তা পাড়াপাড়ের সময় একটি মোটরসাইকেল বৃদ্ধ নারীকে চাপা দিয়ে সটকে পড়ে।
আহতকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উজিরপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত ডাঃ উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করলে পথিমধ্যেই ওই নারীর মৃত্যু হয়।
সূত্রে জানা যায়- উপজেলার জল্লা ইউনিয়নের বাহেরঘাট গ্রামের সেকান্দর আলী হাওলাদারের স্ত্রী জাহানারা বেগম(৭০) শিকারপুর ইউনিয়নের পশ্চিম জয়শ্রী তার মেয়ের স্বামী মোঃ মাসুমের বাড়িতে বেড়াতে যান।
তিনি ১ ডিসেম্বর রাত ৬ টার দিকে জয়শ্রী বটতলা নামক স্থানে পূর্ব পাশ হতে পশ্চিম পাশে যাওয়ার সময় উজিরপুর থেকে আশা মোটরচালক তাকে সজোরে ধাক্কা দেয়।
তিনি রাস্তার উপর ছিটকে পড়েন এবং মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হন। বরিশালে নেয়ার সময় পথিমধ্যেই তার মৃত্যু হয়।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান- অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।