More

    উজিরপুরে বাসের ধাক্কায় প্রবাসী নিহত

    অবশ্যই পরুন

    উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার ঢাকা -বরিশাল মহাসড়কের নতুন শিকারপুরের মুন্সিবাড়ির দরজা নামক স্থানে রাস্তা পারাপারের সময় ( ৫৫) বছরের এক প্রবাসীকে বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে নিহত হন ।

    ৩ ডিসেম্বর রবিবার সন্ধা ৬ টার সমায় শিকারপুর ইউনিয়নের মণ্ডপাশা গ্রামের মৃত করিম মুন্সির পুত্র মোঃ আলতাফ মুন্সী(৫৫) শিকারপুর হাট থেকে বাজার নিয়ে বাড়িতে আসার পথে ঢাকা-বরিশাল মহাসড়কের

    পুর্বপাশ হতে পশ্চিম পাশে যাওয়ার সময় ঢাকা গামী একটি যাত্রী বাহী বাস স্বজোরে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলে নিহত হন। বাসটি দ্রুত পালিয়ে যায়।

    নিহত আলতাফ মুন্সির ভাতিজা মাসুম মুন্সী বিষয়টি নিশ্চিত করেন । এ ঘটনায় উজিরপুর উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার ভূমি কে এম ইসমাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

    উজিরপুর মডেল থানার এস আই ওসমান জানান, দুর্ঘটনার সময় স্থানীয় লোকজন মাগরিব এর নামাজ আদায় করতে ছিলেন বলে ঘাতক বাসটি চিহ্নিত করতে পারেনি।

    উজিরপুর মডেল থানার অফিসার্ ইনচার্জ তদন্ত, মোঃ তৌহিদুজ্জামান সোহাগ জানান, ঘাতক বাসটি পরিচয় নিশ্চিত করে আটক করার প্রক্রিয়া চলছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পটুয়াখালীর ‎দুমকিতে গাভী লুটপাটের অভিযোগ, ‘মিথ্যা’ দাবি করে সংবাদ সম্মেলন

    ওবায়দুর রহমান অভি, পটুয়াখালী প্রতিনিধিঃ ‎পটুয়াখালীর দুমকীতে কৃষকের ২টি গাভী লুটের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে সংবাদ সম্মেলন...