More

    বরিশাল-৪: পঙ্কজ দেবনাথের প্রার্থিতা বাতিল চান আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাম্মী

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ বরিশাল স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথের প্রার্থিতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আপিল করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাম্মী।

    শনিবার (৯ ডিসেম্বর) নির্বাচন কমিশনে (ইসি) শাম্মী আহমেদের প্রতিনিধি খালেদ মাসুদ আপিল আবেদনটি করেন।

    আপিল আবেদনে পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে তিনি হলফনামায় সম্পদের তথ্য গোপনের অভিযোগ করেন।

    এর আগে গত ৩ ডিসেম্বর বরিশাল আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহমেদ এবং স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথের অভিযোগের কারণে তাদের মনোনয়নপত্র বাছাই স্থগিত করেন রিটার্নিং কর্মকর্তা।

    পরেরদিন তাদের শুনানি শেষে দ্বৈত নাগরিকত্বের কারণে শাম্মী মনোনয়নপত্র বাতিল এবং পঙ্কজ দেবনাথের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন তিনি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ঝালকাঠি-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সেলিম রেজাকে ফুলেল অভ্যর্থনা

    মো. মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও...