স্টাফ রিপোর্টারঃ পণ্য মজুত রাখা, পাইকারী বাজারে মূল্য নির্ধারণ না থাকা ও বেশি দামে পেঁয়াজ বিক্রির অপরাধে বরিশালে ছয়টি প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ।
বরিশালে ৯ ডিসেম্বর দুপুরে নগরীর পাইকারি পেঁয়াজের বাজারে অভিযানকালে জরিমানা আদায় করা হয়।
বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী জাগো নিউজ বলেন, শনিবার থেকে সারাদেশে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রাখার জন্য অভিযান শুরু হয়েছে।
প্রথম দিনে নগরীর পাইকারি পেঁয়াজের বাজারে অভিযান চালানো হয়েছে। বাজারে মূল্য নির্ধারণ না থাকা এবং পণ্য মজুত রাখা ও বেশি দামে পণ্য বিক্রয়ের অপরাধে ছয়টি প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে।