More

    মনোনয়ন পাইয়ে দেওয়ার আশ্বাসে আ.লীগ নেতার ৫০ লাখ টাকা আত্মসাত

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ  জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) এক ভুয়া কর্মকর্তাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার নাম মো. হারুন অর রশিদ।

    এনএসআই কর্মকর্তা পরিচয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে মোটা অংকের টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

    শুক্রবার রাতে ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানা এলাকা থেকে হারুনকে গ্রেফতার করে ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইমের (দক্ষিণ) ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম।

    এ সময় তার কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত ৮টি সিমকার্ড উদ্ধার করা হয় ও ৪টি মোবাইল ফোন । অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবির অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আশরাফ উল্লাহ যুগান্তরকে জানান, গ্রেফতার হারুন একজন প্রতারক।

    সে ঠাকারগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছে নিজেকে এনএসআইয়ের ডিডি বলে পরিচয় দিত। এডিসি আশরাফ জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের এই নেতাকে মনোনয়ন পাইয়ে দেবে বলে আশ্বস্ত করে ভিকটিমের কাছ থেকে ৫০ লাখ টাকা গ্রহণ করে।

    গত ২৬ নভেম্বর আওয়ামী লীগের মনোনয়ন ঘোষণার পর ভিকটিম বুঝতে পারে তিনি প্রতারিত হয়েছেন। তিনি বলেন, ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে শাহাবাগ থানায় একটি মামলা হয়।

    এরপর তদন্ত শুরু করে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম।

    তথ্য উপাত্ত বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় গ্রেফতারকৃতের অবস্থান শনাক্ত করে ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    দৃশ্যমান হয়ে উঠছে অদৃশ্য শক্তি

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচার বিদায় নিয়েছে, দেশ থেকে পালিয়ে গেছে। কিন্তু অদৃশ্য এক শক্তি ধীরে ধীরে...