স্টাফ রিপোর্টারঃ দ্বাদশ সংসদ নির্বাচনে বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে চলা শুনানির তৃতীয় দিন প্রথম ভাগে আরও ৩৬ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন।
মঙ্গলবার সকালে নির্বাচন ভবনে প্রধান কমিশনার কাজী হাবিবুল আউয়াল সভাপতিত্বে শুরু হয় তৃতীয় দিনের শুনানি। এদিন ক্রমিক নম্বর অনুসারে ২০১-৩০০ পর্যন্ত আপিল শুনানি হওয়ার কথা রয়েছে।
তার মধ্যে থেকে দুপুর ১টা পর্যন্ত ৬০টি আপিল আবেদনের ওপর শুনানি হয়। এর মধ্যে থেকে ৩৬ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। বাতিল হয়েছে ২১ জনের মনোনয়নপত্র।
আর স্থগিত রাখা হয়েছে তিনটি। মঙ্গলবার দিনের প্রথম ভাগে যারা প্রার্থিতা ফিরে পেয়েছেন তাদের মধ্যে আছেন- ঠাকুরগাঁও-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী আশা মনি, কুমিল্লা-১ আসনে ইসলামি ঐক্যজোটের মাওলানা মোহাম্মদ নাসিরুদ্দিন, ঢাকা-১৮ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. বশির উদ্দিন, যশোর-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হুমায়ূন সুলতান, গোপালগঞ্জ-২ আসনে জাসদ প্রার্থী ফুলমিয়া মোল্লা,
কুড়িগ্রাম-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী মাসুম ইকবাল, রংপুর-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী মো.সিরাজুল ইসলাম, সুনামগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান, কুমিল্লা-১১ আসনে গণফোরামের আব্দুল রহমান, নোয়াখালী-২ আসনে কল্যাণ পার্টির কাজী সরওয়ার আলম ও ঝালকাঠি-১ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুজ্জামান।
এর আগে রোববার ও সোমবার দুই দিনে মোট ১০৭ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন, এর মধ্যে ৫৯ জনই স্বতন্ত্র প্রার্থী।