More

    বৃহস্পতিবার থেকে শৈত্যপ্রবাহের আভাস

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

    মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। পাশাপাশি সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

    বৃহস্পতিবার উত্তরাঞ্চলসহ বিভিন্ন স্থানে মৃদু শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে। মঙ্গলবার ১২ ডিসেম্বর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার অফিস এমনটি জানানো হয়েছে।

    আবহাওয়া অধিদফতর জানায়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

    বুধবারের আবহাওয়ার তথ্যে বলা হয়েছে, দিন ও রাতের তাপমাত্রা আরও কমতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা পড়তে পারে।

    পাঁচ দিনের আবহাওয়ার তথ্যে বলা হয়েছে, আবহাওয়া পরিস্থিতি কিছুটা পরিবর্তন হতে পারে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কুয়াকাটায় পুলিশ বক্সের পাশেই আতশবাজি, আতঙ্কে পর্যটকরা

    নতুন বছরকে বরণ ও পুরোনো বছরকে বিদায় জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেশি-বিদেশি হাজারো পর্যটকের ঢল নেমেছিল পটুয়াখালীর পর্যটন...