উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
এ সময় ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় তাকে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৩ ডিসেম্বর বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উজিরপুরের নবাগত নির্বাহী কর্মকর্তাকে সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নবাগত নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন, বিদায়ী নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন ,
উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দীন বেপারী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জামাল হোসেন , সহকারী কমিশনার (ভুমি) কে এম ইসমাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অপুর্ব কুমার বাইন রন্টু,
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শওকত আলী , বীর মুক্তিযোদ্ধা মোঃ আকরাম হোসেন ,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ , যুব উন্নয়ন কর্মকর্তা , ইউপি চেয়ারম্যান অমল মল্লিক প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিকারপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মাঝি, আঃ খালেক রাড়ি , পৌর আওয়ামীলীগের সভাপতি তাপস কুমার রায় ,
উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার , সাধারণ সম্পাদক শাকিল মাহমুদ বাচ্চু , দপ্তর সম্পাদক জুনায়েদ খান সিয়াম , ক্রীড়া সম্পাদক সুদেব কুমার মন্ডল সহ উপজেলা পরিষদের সকল কর্মকর্তা , সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ ।
নব যোগদানকৃত নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন ইতিপূর্বে আগৈল ঝাড়া উপজেলার দায়িত্ব পালন করেছেন। বিদায়ী নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন আগৈলঝাড়া উপজেলায় বদলি হয়েছেন।