More

    বানারীপাড়া উপজেলার ধান ক্ষেতে আগুন লাগার ১৫ একর জমির ধান পুড়ে গেছে

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ বরিশালের বানারীপাড়া উপজেলার ধানের ক্ষেতে আগুন লাগার ঘটনায় ১৫ একর জমির ধান পুড়ে গেছে

    বরিশালের বানারীপাড়া উপজেলার বৈরাগীকাঠি ইউনিয়নের বৈরাগীকাঠি গ্রামে ধানের ক্ষেতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ১৫ একর জমির ধান পুড়ে গেছে।

    আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

    ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, ক্ষেতের মালিক মো. আব্দুর রহমানের ধানের ক্ষেতে আগুন লাগে। আগুনের সূত্রপাত কীভাবে হয় তা জানা যায়নি। তবে ক্ষেতের পাশে একটি ইটভাটা থাকায় আগুন ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে।

    আব্দুর রহমান জানান, তার ক্ষেতে মোট ২০ একর জমিতে ধান ছিল। এর মধ্যে ১৫ একর জমির ধান পুড়ে গেছে। আগুনে তার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

    বানারীপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল হাকিম জানান, আগুনে ১৫ একর জমির ধান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে তাদের সহায়তা করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    লঘুচাপের প্রভাবে বরিশালে থেমে থেমে বৃষ্টি

    লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে বরিশালে রাত থেকে বৃষ্টি হচ্ছে। সকাল থেকে হালকা ও মাঝারি বৃষ্টিপাতের কারণে ভোগান্তিতে পড়েছে...