উজিরপুরে প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলের মনোনীত উজিরপুর বানড়ীপারা সংসদীয় আসনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন কে উজিরপুরে ফুলেল সংবর্ধনা দিয়েছে উচ্ছসিত নেতা কর্মিরা।
১৬ ডিসেম্বর বিকেলে সড়ক পথে ঢাকা থেকে নির্বাচনি এলাকার ইসলাদী বাসস্ট্যান্ডে এসে পৌছলে ওয়ার্কার্স পার্টি উজিরপুর বানড়ীপারার নেতাকর্মী ও ১৪ দলের শরিক জাসদ আওয়ামীলীগসহ অন্যান্য দলের সহস্রাধিক নেতা কর্মিরা মেননকে ফুলেল সংবর্ধনা দেয়।
এসময় রাশেদ খান মেনন গাড়ি থেকে নেমে নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত ভাবে বলেন জোটগত ভাবে নির্বাচনে আমি হাতুরী মার্কা নয় নৌকা প্রতিকে নিয়ে নির্বাচনি মাঠে থাকবো তাই নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রতিক বরাদ্বের পরে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে তাই সবাইকে প্রস্তুত থাকতে হবে।
উল্লেখ্য জোটগত ভাবে মনোনয়ন নিশ্চিত হবার পরে এটাই রাশেদ খান মেননের নির্বাচনি এলাকায় প্রথম আগমন। এসময় উপস্থিত ছিলেন সাবেক এমপি শেখ টিপু সুলতান ্সাবেক উপজেলা চেয়ারম্যান জাসদ নেতা আবুল কালাম আযাদ, ফায়জুল হক ফারাহিন বালী, জহিরুল ইসলাম টুটুল, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল, অধ্যক্ষ গোলাম মোস্তফা, এ্যাডঃ মোর্সেদা পারভীন প্রমুখ।