উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে সংখ্যালঘুদের উপর নির্যাতন ও জমি দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানিকারী ভূমিদস্যু-সবুজ হাওলাদার, হিরালাল,মতিলাল, সজল,হাবিবুর রহমানের বিচারের দাবীতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। মানববন্ধনে ভুক্তভোগী রোজিনা বেগম নামের নারীর আত্মহত্যার হুমকি ।
১৮ ডিসেম্বর সোমবার বেলা ১১ টায় উজিরপুর উপজেলা ও পৌর প্রেসক্লাবের সামনে ভুক্তভোগী পুস্প রানির নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এছাড়াও মানববন্ধনে অংশগ্রহন করেন ভুক্তভোগী মোঃ আমির হোসেন আকন,রিপুতি বেপারী, রোজিনা বেগম,ভবতোষ রিপুতি,ঝর্ণা বেগম,সোলেমান হাওলাদার, জলিল খলিফাসহ অর্ধ শত নারী-পুরুষ এসময় ভুক্তভোগী মাদার্শী গ্রামের পুস্প রানি বলেন ধামসর গ্রামের ভূমিদস্যু সবুজ হাওলাদার, হাবিবুর রহমান হাওলাদার,হিরালাল হাওলাদার,মতিলাল হাওলাদার, সজল হাওলাদার মিলে আমার পৈত্রিক ওয়ারিশ মূলে প্রাপ্ত ভোগদখলীয় জমি জোরপূর্বক দখলের পায়তারা চালাচ্ছে এবং আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে লক্ষ লক্ষ টাকার ক্ষতিসাধণ করেছে।
তাদের বিভিন্ন ভয়ভীতি ও হুমকি অব্যাহত রয়েছে। তাদের হুমকির মুখে পরিবারের সদস্যদের নিয়ে আতঙ্কে রয়েছি। রোজিনা বেগম অভিযোগ করে বলেন আমাকে নিয়ে অশ্লীল কথাবার্তা বলে এবং মিথ্যা অপবাদেয় এভাবে চলতে থাকলে লোকলজ্জায় আমাকে আত্মহত্যা করা ছাড়া আর কোন উপায় থাকবেনা।
আমি এর বিচারের দাবি জানিয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি। এ বিষয়ে প্রতিপক্ষ হিরালাল হাওলাদার মোবাইল ফোন রিসিভ করেননি। উল্লেখ্য ৬৭ নং ধামসর মৌজায় এস,এ খতিয়ান-৪০৯, এস,এ ৯৫৮,৯৮৬,৯৮৭,৯৮৮,৯৮৯,৯৯০,৯৯১,৯৯২নং দাগে ১ একর ৫ শতাংশ জমি রশিক হাওলাদার এর লোকান্তরে তার কোন পুত্র সন্তান না থাকায় জমির মালিক হন পুস্প রানি।
উক্ত জমি দখলের পায়তারা চালায় কতিপয় প্রভাবশালী ভূমিদস্যুরা বলে অভিযোগ করেন পুস্প রানি। এদিকে মানববন্ধনে অংশগ্রহনকারীরা ভূমিদস্যুদের কবল থেকে তাদের শেষ সম্বল ভিটেমাটি দখলমুক্ত ও মিথ্যা মামলা প্রত্যাহার ও অপপ্রচারকারীদের অচিরেই গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান মানববন্ধন এর বিষয়টি জানা নেই, তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।