More

    উজিরপুরে আওয়ামীলীগের বিজয় র‌্যালীতে রাশেদ খান মেনন

    অবশ্যই পরুন

    উজিরপুর প্রতিনিধিঃ উজিরপুর উপজেলা আওয়ামীলীগের বিজয় র‌্যালীতে নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি উপস্থিত ছিলেন।

    ১৯ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে এক বিশাল বিজয় র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। র‌্যালীটি উপজেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আওয়ামীলীগ অফিসে এসে শেষ হয়।

    র‌্যালী শেষে এক আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম জামাল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের নৌকার মাঝি মহাজোটের প্রার্থী কমরেড রাশেদ খান মেনন।

    আরো উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য এ্যাডঃ সৈয়দা রুবিনা আক্তার মীরা, উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য অশোক কুমার হাওলাদার,

    এ্যাডঃ সালাউদ্দিন শিপু, যুগ্ম সম্পাদক ও ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, এ্যাডঃ শহিদুল ইসলাম, মহিলা আওয়ামীলীগের সভাপতি বিউটি খানম, পৌর আওয়ামীলীগের সভাপতি তাপস কুমার রায়,

    উপজেলা ছাত্রলীগের সভাপতি অসীম কুমার ঘরামী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ফাইজুল হক বালী ফারাহীন, সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান সীমা রানী শীলসহ অনেকে। আলোচনা সভায় প্রধান অতিথি মেনন বলেন,

    দেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে হলে আবারো জননেত্রী শেখ হাসিনার সরকার গঠন করতে হবে এবং শেষ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে। আর এ জন্য সারা দেশে নৌকার প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। তিনি আরো বলেন, শেখ হাসিনার সরকার বারবার দরকার। উন্নয়নের সরকার বারবার দরকার।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিত করতে মণ্ডপে মণ্ডপে ওসি মোঃ ফখরুল ইসলাম!

    মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ঘিরে মেহেন্দিগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে...