পটুয়াখালী প্রতিনিধি:পটুয়াখালীর কলাপাড়ায় নির্বাচনি আচরন বিধি ভঙ্গ করে রাত আট টার পরে প্রচার চালানোর দায়ে পটুয়াখালী—৪ (কলাপাড়া—রাঙ্গাবালী) আসনের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী মো: মহিব্বুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহম্মেদ এ অর্থদন্ড দিয়েছেন। কলাপাড়ায় এখন চলছে নৌকা ও দুই স্বতন্ত্র প্রার্থী ‘ঈগল’ প্রতীকের মো: মাহববুর রহমান ও ‘ট্রাক’ প্রতীকের আব্দুল্লাহ আল—ইসলাম লিটনের জমজমাট প্রচার—প্রচারণা।
প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছে, করছেন একই দিনে চার/পাঁচটি উঠান বৈঠক, যাচ্ছেন ভোটারদের দ্বারে—দ্বারে। অপরদিকে বুধবার বেলা ১১টায় জাসদ প্রার্থী ‘ মশাল’ প্রতীকের বিশ্বাস শিহাব পারভেজ মিঠু কলাপাড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন।
তিনি বলেন, ‘দেশি—বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা করে উৎসবমুখর পরিবেশে সারা দেশের মতো কলাপাড়া—রাঙ্গাবালীতে দ্বাদশ সংসদ নির্বাচনের প্রচার—প্রচারণা চলছে।’ তিনি নির্বাচনের সুষ্ঠু ও শান্তিপুর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনকে অনুরোধ করেন।
এবং গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন। বর্তমানে পটুয়াখালী—৪ আসনে মোট ছয় জন প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন। এরা হচ্ছেন আওয়ামী লীগ মনোনীত ‘নৌকা’ প্রতীকের মোঃ মহিববুর রহমান, স্বতন্ত্র ‘ঈগল’ প্রতীকের মোঃ মাহবুবুর রহমান,
‘ট্রাক’ প্রতীকের আব্দুল্লাহ আল—ইসলাম লিটন, ‘মশাল’ প্রতীকের বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, জাতীয় পার্টির ‘লাঙ্গল’ প্রতীকের আঃ মন্নান হাওলাদার ও বাংলাদেশ কংগ্রেস এর ‘ডাব’ প্রতীকের জাহাঙ্গীর হোসাইন।
দুই লাখ ৯০ হাজার ২৩৮ জন ভোটার অধ্যুষিত ১৮টি ইউনিয়ন ও দুইটি পৌরসভা নিয়ে এই আসনের এখন সর্বত্র বিরাজ করছে নির্বাচনী আমেজ। উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন থেকে নির্বাচনী পরিবেশ বজায় রাখতে এবং আইন—শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর হোসেন নিশ্চিত করেছেন।
