More

    কলাপাড়ায় ধান বেচাকেনায় সিন্ডিকেট মুক্ত করার দাবিতে কৃষক সংগঠনের সংবাদ সম্মেলন

    অবশ্যই পরুন

    পটুয়াখালী প্রতিনিধি: ৪০কেজিতে মণ দরে ধান বিক্রির নিশ্চয়তা, ধানের দাম ১৫ শ’ টাকা মণ নির্ধারণ, নদী—খাল—জলাশয় দখলমুক্ত করা, স্লুইসগেটের নিয়ন্ত্রণ প্রকৃত কৃষকের হাতে ন্যস্ত করাসহ বিভিন্ন সমস্যা নিরসনের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে।

    বাংলাদেশ কৃষক সমিতি ও ক্ষেতমজুর সমিতি কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার বেলা ১১টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

    লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠক জিএম মাহবুবুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠক নাসির তালুকদার, প্রভাষক রফিকুল ইসলাম, কৃষক আনোয়ারুল উসলাম প্রমুখ। বক্তারা সিন্ডিকেটমুক্ত করে কেজিতে ধান বিক্রি করার পরিবেশ সৃষ্টি করার জন্য উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার দাবি জানান।

    তারা চাষাবাদে মিঠা পানির ব্যবহার নিশ্চিতে বিভিন্ন কর্মপন্থা তুলে ধরেন। বর্তমানে কলাপাড়ায় এক শ্রেণির দালাল—ফরিয়ারা সিন্ডিকেট করে ৪৬—৪৯ কেজিতে মণ দরে ধান বিক্রিতে কৃষককে বাধ্য করা হচ্ছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    নারীর স্বাস্থ্য সুরক্ষায় বেতাগীতে অপরাজিতা

    মো:সৌরব বেতাগী (বরগুনা) প্রতিনিধি :- মানব সভ্যতার বিকাশে নারী-পুরুষ উভয়ের অবদান সমান, সমাজে চলার পথে তারা একে অপরের পরিপূরক।...