More

    দ্বাদশ সংসদ নির্বাচন পটুয়াখালী—৪ কলাপাড়ায় স্বতন্ত্র প্রার্থীর ঈগল মার্কার ৪ সমর্থকদের উপর হামলা

    অবশ্যই পরুন

    কলাপাড়া পটুয়াখালী প্রতিনিধি: ২২ ডিসেম্বর পটুয়াখালীর কলাপাড়ার ডালবুগঞ্জ ইউনিয়নের বরকতিয়া গ্রামে নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর ঈগল মার্কার চার সমর্থক আহত হয়েছে।

    বৃহস্পতিবার বিকালে মহিপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শোয়েব খান এর নেতৃত্বে মোটরসাইকেল মহড়াা দেয়ার সময় এই হামলা চালায়। হামলায় ঈগল মার্কার সমর্থক জখম মামুন (৩০) রক্তাক্ত জখম ও মারধরে আহত হয় হাসান, আবুল হোসেন ও হাফিজুর রহমানকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়।

    কিন্তু অবস্থার অবনতি ঘটলে আশঙ্কাজনক অবস্থায় মামুনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

    আহতরা এ ঘটনার জন্য নৌকা প্রতিকের প্রার্থীর সমর্থকদের দায়ী করেছেন। তবে এ অভিযোগ অস্বীকার করে মহিপুর থানা ছাত্রলীগ সভাপতি শোয়েব খান বলেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা।

    বরং তাদের উপর হামলা চালিয়েছে ঈগল প্রতিক এর সমর্থকরা। এতে তিনিসহ চারজন আহত হয়েছেন। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান তালুকদার বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছেন। চাচা ভাতিজার মধ্যে আগেই বিরোধ ছিল।

    এখন তা নির্বাচনে দ্বদ্বে পরিণত হয়েছে। দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ দায়ের করেনি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    নারীর স্বাস্থ্য সুরক্ষায় বেতাগীতে অপরাজিতা

    মো:সৌরব বেতাগী (বরগুনা) প্রতিনিধি :- মানব সভ্যতার বিকাশে নারী-পুরুষ উভয়ের অবদান সমান, সমাজে চলার পথে তারা একে অপরের পরিপূরক।...