স্টাফ রিপোর্টারঃ নতুন শিক্ষা কারিকুলাম পরিবর্তন ও একতরফা নির্বাচন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে পুলিশের বাধায় বিক্ষোভ মিছিল পণ্ড হয়ে যায়।
শুক্রবার (২২ ডিসেম্বর) বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এসময় বিক্ষোভ মিছিল স্থগিত করে কর্মসূচি শেষ করেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা।
এর আগে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশ করে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা। এতে ঢাকা মহানগরেরর নেতারা বক্তব্য দেন।