স্টাফ রিপোর্টারঃ বরিশালের বাকেরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বখাটে মেহেদী নেশার টাকার জন্য প্রতিবেশী হাসিনা বেগমের ঘর ভাঙচুর করে।
এ সময় হাসিনা বেগম তাকে বাধা দিতে গেলে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। তার চিৎকার শুনে ছবুর হাওলাদার এগিয়ে আসলে তাকেও কুপিয়ে জখম করে।
গলা থেকে স্বর্ণের চেইন ও মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যায় মেহেদী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
বখাটের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে ভুক্তভোগী পরিবার। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে আহতের স্বজনরা।