স্টাফ রিপোর্টারঃ স্মার্টফোনে বহুরূপী অ্যাপ আছে, যা স্মার্টফোনে ডেটা চুরি করে; যা নিয়ন্ত্রণে গুগল কঠোর ব্যবস্থা নিয়েছে। গুগল প্লে স্টোর অভিযুক্ত সব অ্যাপ সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেটা। ইতোমধ্যে তাদের সরাতে কাজ চলছে। মূলত তিনটি বিষয়ে বেশি মনোযোগী হতে হবে। প্রথমত, স্মার্টফোন ব্যবহারে নিজস্ব সতর্কতা মেনে নিতে হবে।
সারাবিশ্বে সরকারি অভিযোগের ভিত্তিতে গুগল তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। কিছু কিছু অ্যাপ ডিলিট করেছে। অর্থাৎ প্লে স্টোর থেকে সেই সব অ্যাপ ডাউনলোড করতে পারবেন না। এমন উদ্যোগ এবারই প্রথম নয়। গুগল প্রায়ই সাইবার অপরাধ নিয়ন্ত্রণে এমন উদ্যোগ নিয়ে থাকে। আগেও বহুবার এমন পদক্ষেপ নিয়েছে গুগল।