More

    নবীজি (সাঃ) এর রওজা পরিদর্শনে নতুন সিদ্ধান্ত

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ মসজিদে নববীতে অবস্থিত বিশ্বনবী হজরত মুহাম্মাদ (সা.) এর রওজা বা আল রাওদা আল শরিফা পরিদর্শনে নতুন নিয়ম আরোপ করেছে সৌদি সরকার। এখন থেকে বিশ্বের মুসল্লিরা ইসলামের দ্বিতীয় পবিত্রতম স্থানটি বছরে একবার পরিবদর্শন করতে পারবেন বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। সূত্র: ডেইলি বাংলাদেশ

    রোববার (২৪ ডিসেম্বর) দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে, নবীজির রওজা পরিদর্শনে বছরে ৩৬৫ দিনই অনুমতি দেওয়া হবে। তবে একজন দর্শনার্থী ৩৬৫ দিনের মধ্যে একবারই এটি পরিদর্শনের অনুমতি পাবেন।

    মন্ত্রণালয়ের নির্দেশনায় আরো বলা হয়েছে, নবীজির রওজা পরিদর্শনে নুসুক বা তায়াওক্কাল অ্যাপস থেকে অনুমতি নিতে হবে। তবে এক্ষেত্রে করোনায় আক্রান্ত না হওয়ার সার্টিফিকেট প্রদান করতে হবে।

    হজরত মুহাম্মাদ (সা.) এর রওজা মোবারক পবিত্র মদিনা নগরীর মসজিদে নববীতে অবস্থিত। এটি আল রাওদা আল শরিফা নামে পরিচিত।

    গত ছয় মাস আগে শুরু হওয়া ওমরাহ মৌসুমে প্রায় ১ কোটি মুসল্লি পবিত্র ওমরাহ পালন করবেন বলে আশা সৌদি আরব কর্তৃপক্ষের।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরগুনায় জমির বিরোধে সাংবাদিক পরিবারের উপর ইউপি সদস্যের হামলা, আহত ৪

    বরগুনায় জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সাংবাদিক সহ চারজনকে পিটিয়ে আহত করেছে ইউনিয়ন পরিষদের সদস্য কুদ্দুস মীর ও তার...