More

    কলাপাড়ায় এক সন্তানের জননীর মরদেহ উদ্ধার

    অবশ্যই পরুন

    কলাপাড়া পটুয়াখালী প্রতিনিধি : ২৭ ডিসেম্বর  পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের রহমতপুর থেকে এক সন্তানের জননী লাকী বেগমের (২৪) গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কলাপাড়া থানা পুলিশ।

    বুধবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। কলাপাড়া থানার এস আই তাইয়েবুর রহমান জানান, বুধবার ভোরে পারিবারিক কলহের জের ধরে রহমতপুরের ভাড়াটিয়া বাসার একটি কক্ষে লাকী গলায় ফাঁস দেয়।

    এ সময় বাসায় তার স্বামী মাসুদ দফাদার ও মা উপস্থিত ছিলেন। এসময় গোঙ্গানির শব্দ পেয়ে তারাসহ প্রতিবেশীরা এগিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

    পুলিশ কর্মকর্তা জানান, নিহত গৃহবধুর ১৮ মাস বয়সী এক সন্তান রয়েছে। তাদের বাড়ি কলাপাড়ার ধুলাসার গ্রামে হলেও কলাপাড়া পৌর শহরে ভাড়া বাসায় থাকতো।

    কেন ও কি কারনে সে আত্মহত্যা করেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় থানায় পরবর্তী আইনী পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    চাঁদা না দেয়ায় সন্ত্রাসী হামলায় দোকান মহাজনকে হাতুড়ি দিয়ে গুরুতর জখম: আটক-৩

    অপরাধীদের দ্রুত শনাক্ত করে অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার দাবি করেন ভুক্তভোগীরা। এর আগে সন্ত্রাসীরা চাঁদা চেয়ে প্রাণ নাশের হুমকি...