কলাপাড়া পটুয়াখালী প্রতিনিধি : ২৭ ডিসেম্বর পটুয়াখালীর কলাপাড়ার উত্তর লালুয়া ইউনিয়ন কাউন্সিল মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ নির্বাচনের ঘোষিত তফসিল বাতিল করে নতুন তফসিল ঘোষনা করার জন্য ওই বিদ্যালয়ের অর্ধশত অভিভাবক স্বাক্ষরিত একটি আবেদন পাওয়া গেছে।
কলাপাড়া প্রেসক্লাবে দেয়া আবেদনে তারা উল্লেখ করেছেন, উক্ত পরিচালনা পর্ষদ নির্বাচনে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: গোলাম মাস্তফা প্রিজাইডিং কর্মকর্তা হয়ে গত ২৮ নভেম্বর নির্বাচনী তফসিলে স্বাক্ষর করেছেন।
তফসিলে ১,২ও ৩ ডিসেম্বর মনোনয়ন পত্র বিতরন, গ্রহন ও জমা, ৭ ডিসেম্বর মনোনয়ন পত্র বাছাই ও বৈধ তালিকা প্রকাশ, ৯ ডিসেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহার, ৩০ ডিসেম্বর নির্বাচনের তারিখ ঘোষনা করে।
অথচ সরকারী ঘোষনা অনুযায়ী ৩০ নভেম্বরের মধ্যে সকল বিদ্যালয়ের পরীক্ষা শেষে করে বিদ্যালয়ের সকল ধরনের শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষনা করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রশিক্ষন ও জাতীয় শিক্ষাক্রম সংক্রান্ত প্রশিক্ষনের কার্যক্রম চালানোর জন্য নির্দেশনা প্রদান করা হয়।
বিদ্যালয়ের বন্ধের মধ্যে উত্তর লালুয়া ইউনিয়ন কাউন্সিল মাধ্যমিক বিদ্যালয়ে পরিচালা পর্ষদের নির্বাচন নিয়ে অভিভাবক মহলে দেখা দিয়েছে শঙ্কা।
তারা মনে করছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিভাবকদের কোন রকমের নির্বাচনী নোটিশ প্রদান না করে আগামী ৭ জানুয়ারি ২০২৪এর জাতীয় সংসদ নির্বাচনের মাত্র সাত দিন আগে একটি অবৈধ ও যোগাযোগী পরিচালনা পর্ষদ গঠনের পায়তারা করছে।
তাই ওই তফসিল বাতিল করে নতুন তফসিল ঘোষনার করে সকল সকল অভিভাবকদের অংশগ্রহনে একটি অবাধ ও অংশ গ্রহন মূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য সংশ্লিষ্ট কতৃর্পক্ষের নিকট দাবি জানান।
এব্যাপরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: গোলাম মোস্তফা বলেন, অভিযোগ পেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলাপ করে দেখবো কি করা যায়।
