পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল করিম রেজা বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগে যোগ দিয়েছেন।
স্থানীয় সংসদ সদস্য নৌকা প্রতীকের দ্বাদশ সংসদ নির্বাচনের প্রার্থী অধ্যক্ষ মহিববুর রহমানের হাত ধরে তিনি আওয়ামী লীগে যোগ দিয়েছেন। রেজাউল করিম নৌকার পক্ষে এখন থেকে ভোট চাইবেন বলে জানান।
এসময় কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদ শামীম আল সাইফুল সোহাগসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার জানান, রেজাউল করিম পাঁচ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এমনিতেই দলে তিনি ইনেক্টিভ ছিলেন। তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে।