More

    সিরিজ জিতে বাড়ি ফেরার প্রত্যয়’ রিশাদের

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ কাভারে ভালো একটি ক্যাচ দিয়ে শুরু। এরপর ৩ ওভার বোলিং করে রান দেন মাত্র ১০, ডট বল করেন ৯টি। পাওয়ারপ্লে শেষে নিউজিল্যান্ডের রান ছিল ৫৪, রিশাদ হোসেনের নিয়ন্ত্রিত লেগ স্পিনে ১১ ওভার শেষে তাদেরই রান ৭২। ২১ বছর বয়সী এই লেগ স্পিনারও নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট। সঙ্গে সিরিজ জিতেই বাড়ি ফেরার প্রত্যয়ের কথাও জানালেন তিনি।

    টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও রিশাদের বোলিং নজর কেড়েছে। নেপিয়ারের ম্যাকলিন পার্কে ৩ ওভারে ২৪ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন রিশাদ।

    দলের প্রয়োজনে রান থামাতে পারছেন, দরকার হলে আক্রমণাত্মক বোলিংও করছেন। তবে সবটাই করছেন নিজের সহজাত বোলিং করে। মাউন্ট মঙ্গানুইতে শেষ পর্যন্ত বৃষ্টিতে পরিত্যক্ত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ শেষে সে কথাই বললেন রিশাদ, ‘আমি যখন বোলিংয়ে যাই, চিন্তা করি, নিজের বাইরে যাতে না যাই, নিজের সামর্থ্যের মধ্যে থাকি।’

    নিউজিল্যান্ড সফরের টি-টোয়েন্টি দলে সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সঙ্গে আছেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলামও। কিন্তু তাঁদের একাদশে না রেখে সুযোগ দেওয়া হচ্ছে রিশাদকে। বিরুদ্ধ কন্ডিশনে সে আস্থার প্রতিদান দিচ্ছেন রিশাদ। তিনি নিজেও চান সুযোগ কাজে লাগাতে, ‘এটা আমার জন্য বড় সুযোগ। আমি চেষ্টা করব দেশকে ভালো কিছু দেওয়ার জন্য।’

    টিম ম্যানেজমেন্টের সমর্থনের বিষয়টিও উল্লেখ করেছেন রিশাদ, ‘অনেক সমর্থন দিচ্ছে। বলছে, “বিশ্বাস রাখো, তুমি পারবে।” আমার ওপর ভারসা রাখছে, আমার ভালো পারফর্ম করার সুযোগও বাড়ছে। আমার ওপর ভরসা রাখলে আমি ভালো কিছু দিতে পারব।’

    টি-টোয়েন্টি সিরিজে দুই ম্যাচ শেষে বাংলাদেশ দল যে জায়গায় দাঁড়িয়ে, সেখানে ভালো কিছুর অর্থ মানে সিরিজ জয়। নেপিয়ারে প্রথম ম্যাচ জিতে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। ফলে মাউন্ট মঙ্গানুইতে ৩১ ডিসেম্বর সিরিজ জয়ের আরও একটি সুযোগ পাচ্ছে বাংলাদেশ। রিশাদের কথায়ও দলের সে ভাবনা ফুটে উঠছে, ‘অবশ্যই ভালো লাগছে যে আমরা এত বড় সুযোগ পেয়েছি। আমরা চেষ্টা করব কাজে লাগানোর জন্য।’

    অন্য এক প্রশ্নের উত্তরে সিরিজ জয়ের ট্রফি নিয়েই বাড়ি ফেরার প্রত্যয়ের কথা বলেন তিনি, ‘আমরা চেষ্টা করব পরের ম্যাচ জিতে সিরিজ জয় করে বাড়ি ফিরতে।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    হঠাৎ উত্তপ্ত ভাঙ্গা: উপজেলা পরিষদে আগুন, থানার গাড়ি ভাঙচুর

    ফরিদপুরে সংসদীয় আসন সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ও পুরনো সীমানা বহালের দাবিতে আন্দোলনরতরা ভাঙ্গা থানায় ঢুকে গাড়ি ভাঙচুর এবং উপজেলা...