More

    নৌকায় ছোঁ মারতে পারে ঈগল

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী-৩ আসনে নির্বাচনী লড়াই জমে উঠেছে। চলছে নৌকা বনাম ঈগল প্রতীকের প্রার্থীর মধ্যে জোর প্রচার। এ আসনটি নৌকার ঘাঁটি হিসেবে পরিচিত হলেও এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর হয়ে নৌকার বিপক্ষে অবস্থান নিয়েছে দুই উপজেলার অধিকাংশ নেতা।

    তাই এবার নৌকাকে ছোঁ মারতে পারেন দলের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আবুল হোসেন; এমনই জল্পনা ভোটারদের মধ্যে।তিনি বাংলাদেশ বর্ডার গার্ডের বিজিবি সাবেক মহাপরিচালক। বর্তমান এমপি নৌকা মার্কার প্রার্থী এসএম শাহজাদা সাজু।

    এবিষয়ে গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দেব বলেন- গত পাঁচ বছর কতিপয় ব্যক্তির উন্নয়ন হয়েছে। কিন্তু এলাকার যথাযথ উন্নয়ন হয়নি।

    এবিষয়ে দশমিনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট ইকবাল মাহমুদ লিটন বলেন- আমরা যার পক্ষে অবস্থান নিয়েছি তিনিও আওয়ামী লীগ পরিবারের সন্তান। স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করা যাবে না এমন নির্দেশনা দেয়নি দল।

    বরং নির্বাচন উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার জন্য স্বতন্ত্র প্রার্থীদের উৎসাহিত করা হয়েছে। এবিষয়ে নৌকার প্রার্থী এসএম শাহজাদা সাজু’র মুঠোফোনে কল দিলে মিটিং এর শব্দে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

    এ বিষয়ে ঈগল ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক বিজিবি মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আবুল হোসেন বলে-দশমিনা-গলাচিপা এ দুই উপজেলার মানুষ পরিবর্তন চায়।

    তারা গত ৫ বছর উন্নয়ন বঞ্চিত। আমি দেশের জন্য যেভাবে কাজ করছি এখন আমার এলাকার মানুষের জন্যও কাজ করতে মাঠে নেমেছি। সবাই আমাকে সাদরে গ্রহণ করেছেন। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    উজিরপুরে দূর্গা পূজায় নিরাপত্তা নিশ্চয়তায় মাঠে থাকবে রাজনৈতিক দল

    অনলাইন ডেস্ক: বরিশাল জেলার উজিরপুরে আসন্ন হিন্দু ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় উৎসব শারদীয় দূর্গোৎসবকে ঘিরে নিরাপত্তা নিশ্চয়তায় মাঠে...