কলাপাড়া পটুয়াখালী প্রতিনিধি : ০১ জানুয়ারি পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কেটে দিনটি পালন করা হয়।
শোভাযাত্রার আগে জাতীয় পতাকা ও সাংগঠনিক পতাকা উত্তোলন করা হয়। ১৯৮১ সালের ১ জানুয়ারি কলাপাড়া প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয়।
কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহীদুর রহমান মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মো. হুমায়ুন কবীর।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী
আহমেদ। অন্যদের মধ্যে কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল আলম, প্রতিষ্ঠাকালীন সদস্য দেবদাস মুখাজীর্, সাবেক সাধারণ নেছারউদ্দিন আহমেদ টিপু ও মোহসিন পারভেজ বক্তব্য রাখেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু।