More

    উজিরপুরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপর হামলার অভিযোগ, শেবাচিম ভর্তি

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের উপর মারধরের অভিযোগ পাওয়া গেছে।

    রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় হরতা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড পাথারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলো শেরেবাংলার দৌহিত্র ও আওয়ামী লীগের আর্ন্তজাতিক উপ-কমিটির সদস্য একে ফাইয়াজুল হক রাজু (ঈগল) এর কর্মী উত্তম কুমার বিশ্বাস ও দীপং রায়।

    আহতরা বর্তমানে মুমূর্ষ অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

    আহতরা অভিযোগ করে বলেন, প্রতিদিনের ন্যায় ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ফাইয়াজুল হক রাজু এর নির্বাচনী ও কার্যালয় বসা ছিলাম। হঠাৎ করে পূর্ব পরিকল্পিতভাবে নৌকার অতি উৎসাহিত কর্মী আবুল বাশার লিটন , শাহিন হাওলাদার, ইদ্রিস সহ ৮/১০ জনের একটি দল ক্লাবে ঢুকে মারধর ও ভাঙচুর চালায়।

    পরে স্থানীয়রা আহতদের কে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে শেবাচিমে প্রেরণ করে।

    এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরো জানান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বাকেরগঞ্জে দাঁড়িপাল্লার সমর্থনে হাজারো মটোর সাইকেল নিয়া জামায়াতে ইসলামীর শোভাযাত্রা

    আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাকেরগঞ্জ - ৬ আসনে জামায়াতে ইসলামীর উদ্যোগে দাড়িঁপাল্লা প্রতীকের সমর্থনে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা...