More

    উজিরপুরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপর হামলার অভিযোগ, শেবাচিম ভর্তি

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের উপর মারধরের অভিযোগ পাওয়া গেছে।

    রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় হরতা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড পাথারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলো শেরেবাংলার দৌহিত্র ও আওয়ামী লীগের আর্ন্তজাতিক উপ-কমিটির সদস্য একে ফাইয়াজুল হক রাজু (ঈগল) এর কর্মী উত্তম কুমার বিশ্বাস ও দীপং রায়।

    আহতরা বর্তমানে মুমূর্ষ অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

    আহতরা অভিযোগ করে বলেন, প্রতিদিনের ন্যায় ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ফাইয়াজুল হক রাজু এর নির্বাচনী ও কার্যালয় বসা ছিলাম। হঠাৎ করে পূর্ব পরিকল্পিতভাবে নৌকার অতি উৎসাহিত কর্মী আবুল বাশার লিটন , শাহিন হাওলাদার, ইদ্রিস সহ ৮/১০ জনের একটি দল ক্লাবে ঢুকে মারধর ও ভাঙচুর চালায়।

    পরে স্থানীয়রা আহতদের কে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে শেবাচিমে প্রেরণ করে।

    এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরো জানান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কালকিনি ও ডাসারের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক

    মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর জেলার কালকিনি ও ডাসার উপজেলায় দুর্গাপূজার অষ্টমী উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোছা: ইয়াসমিন...