More

    পুলিশ ভ্যান ও নৌকার নির্বাচনী কার্যালয় ভাঙচুর, ৫ পুলিশ আহত

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জ শহরে পুলিশের টহল ভ্যান ও আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (১ জানুয়ারি) বিকেল ৩টায় শহরের শায়েস্তানগর এলাকায় এ ঘটনা ঘটে। এতে পুলিশের ৫ সদস্য আহত হয়েছেন।

    সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব জানান, বেলা ৩টার দিকে শায়েস্তানগর এলাকায় হঠাৎ করেই পুলিশের টহল গাড়িতে হামলা চালায় বিএনপি-ছাত্রদলের একদল নেতাকর্মী। এসময় তারা গাড়ির গ্লাসসহ ব্যাপক ভাঙচুর করে। হামলার সময় ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে। পরে ওই এলাকায় ডিবি, র‌্যাব ও পুলিশ অবস্থান নেয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

    একই সময়ে শায়েস্তানগরে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের দাবি করেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। জেলা আওয়ামী লীগের সদস্য উমেদ আলী শামীম বলেন, নেতাকর্মীরা নির্বাচনী প্রচারে থাকার সুযোগে ফাঁকা পেয়ে হামলা-ভাঙচুর করেছে বিএনপি নেতাকর্মীরা। তবে এবিষয়ে বিএনপির একাধিক নেতার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পিরোজপুরে আফতাবউদ্দিন কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

    পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে আফতাবউদ্দিন কলেজে নবীনবরণ ও বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সকালে পিরোজপুর পৌরসভার একমাত্র...