More

    পুলিশ ভ্যান ও নৌকার নির্বাচনী কার্যালয় ভাঙচুর, ৫ পুলিশ আহত

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জ শহরে পুলিশের টহল ভ্যান ও আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (১ জানুয়ারি) বিকেল ৩টায় শহরের শায়েস্তানগর এলাকায় এ ঘটনা ঘটে। এতে পুলিশের ৫ সদস্য আহত হয়েছেন।

    সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব জানান, বেলা ৩টার দিকে শায়েস্তানগর এলাকায় হঠাৎ করেই পুলিশের টহল গাড়িতে হামলা চালায় বিএনপি-ছাত্রদলের একদল নেতাকর্মী। এসময় তারা গাড়ির গ্লাসসহ ব্যাপক ভাঙচুর করে। হামলার সময় ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে। পরে ওই এলাকায় ডিবি, র‌্যাব ও পুলিশ অবস্থান নেয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

    একই সময়ে শায়েস্তানগরে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের দাবি করেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। জেলা আওয়ামী লীগের সদস্য উমেদ আলী শামীম বলেন, নেতাকর্মীরা নির্বাচনী প্রচারে থাকার সুযোগে ফাঁকা পেয়ে হামলা-ভাঙচুর করেছে বিএনপি নেতাকর্মীরা। তবে এবিষয়ে বিএনপির একাধিক নেতার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

    বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, পিরোজপুর ইউনিটের কার্যনির্বাহী কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এই...