স্টাফ রিপোর্টারঃ লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হাবিবুর রহমান পবন। নির্বাচনী অপরাধের অভিযোগে তার প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার (২ জানুয়ারি) নির্বাচন কমিশনের উপসচিব মোঃ আব্দুছ সালাম সাক্ষর করা এক চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
দ্বাদশ জাতীয় নির্বাচনে আচরণ বিধি ভঙ্গের কারণে এই প্রথম কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হলো।
মো. হাবিবুর রহমান পবন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার প্রতীক ঈগল।
জানা গেছে, মোহাম্মদ হাবিবুর রহমান পবন শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ২২ মিনিটে লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহানকে হোয়াটসঅ্যাপে ফোন করে নির্বাচনী বিভিন্ন অভিযোগের বিষয়ে আলোচনার এক পর্যায়ে উচ্চবাচ্য শুরু করেন।
এ ঘটনায় ওইদিনই লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সুরাইয়া জাহান নির্বাচন কমিশন বরাবর চিঠি দিয়ে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন।
সুপারিশ পত্রে বলা হয়, নির্বাচন কার্যক্রম শুরু থেকে লক্ষ্মীপুর-১ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. হাবিবুর রহমান পবনের আচরণের বিষয়ে সময়ে সময়ে মৌখিকভাবে অবহিত করা হয়। কিন্তু এ স্বতন্ত্র প্রার্থী রিটার্নিং অফিসারকে হোয়াটসঅ্যাপে হুমকি প্রদানের ঘটনায় নির্বাচন সংশ্লিষ্ট সব কর্মকর্তা উৎকণ্ঠা প্রকাশ করেছেন। নির্বাচনী দায়িত্ব পালনে তাদের মধ্যে ভয়-ভীতি ও শঙ্কা কাজ করছে।
আজ নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, রিটার্নিং অফিসার ও পুলিশ সুপারকে ৩ দিনের মধ্যে বদলিসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণের বিষয়ে ভয়-ভীতি ও হুমকি প্রদান করেছেন মর্মে মো. হাবিবুর রহমান পবনের বিরুদ্ধে অভিযোগ করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন জেলা প্রশাসক, লক্ষ্মীপুর ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তদপ্রেক্ষিতে বর্ণিত প্রার্থীকে তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের বিষয়ে ১ জানুয়ারি নির্বাচন কমিশন সচিবালয়ে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য পত্র প্রেরণ করা হয়। তিনি নির্ধারিত দিনে নির্বাচন কমিশন সচিবালয়ে সশরীরে উপস্থিত হয়ে নির্বাচন কমিশনের নিকট ব্যাখ্যা প্রদান করেন।
এছাড়া, জেলা প্রশাসক, লক্ষ্মীপুর ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের অভিযোগের সত্যতা রয়েছে মর্মে তদন্ত প্রতিবেদন প্রেরণ করেন জেলা নির্বাচন অফিসার।
এর প্রেক্ষিতে ‘নির্বাচন-পূর্ব অনিয়ম’ সংঘটনের দায়ে “রিপ্রেজেন্টেশিন অফ দ্য পিপল অর্ডার, ১৯৭২ এর অনুচ্ছেদ ৯১ ই”-এর কারণ-২ লঙ্ঘনের জন্য বিধান অনুযায়ী তার প্রার্থিতা বাতিল করা হয় বলে ইসির বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পবনের প্রার্থিতা বাতিল হওয়ার পর লক্ষ্মীপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রইলেন পাঁচজন। তারা হলেন-
বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নিয়াজ মাখদুম ফারুকী (মোমবাতি), স্বতন্ত্র এম, এ, গোফরান (কেটলি), জাতীয় পার্টির মোহাম্মদ মাহমুদুর রহমান মাহমুদ (লাঙ্গল) এবং বাংলাদেশ আওয়ামী লীগের আনোয়ার হোসেন খান বাংলাদেশ (নৌকা)।