More

    প্রধানমন্ত্রীকে কদমবুচি করে নৌকায় ভোট চাইলেন সাকিব

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ দরজায় কড়া নাড়ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশজুড়ে চলছে নির্বাচনী প্রচারণা। বসে নেই দেশের ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসানও।

    এবারের নির্বাচনে মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন সাকিব। ক্রিকেট মাঠের জনপ্রিয়তাকে কাজে লাগাতে ব্যাপক জনসংযোগ করছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই অধিনায়ক।

    আগামী ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী জনসভায় যোগ দিতে ফরিদপুরে গেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের প্রার্থী সাকিবও সেই জনসভায় যোগ দিয়েছেন। ক্ষমতাসীন আওয়ামী লীগকে পুনরায় নির্বাচিত করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া সাকিব।

    মঙ্গলবার (২ জানুয়ারি) ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের মাঠে আওয়ামী লীগের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কদমবুচি করেন সাকিব। এরপর সংক্ষিপ্ত বক্তব্যও রাখেন তিনি।

    সাকিব এ সময় নৌকা মার্কায় জনগণকে ভোট দিতে আহ্বান জানান। তিনি শুরুতেই বলেন, ‘আমি বক্তব্য দিতে জানি না। আমি মাঠের মানুষ, মাঠে খেলতে জানি।’

    নৌকা মার্কার জয় চেয়ে সাকিব বলেন, ‘প্রতিটি আসনে যারা নৌকা পেয়েছেন, তারা সবাই যেনো জয় লাভ করেন। অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে নৌকায় ভোট দিতে হবে।’

    এ সময় উপস্থিত জনতার উদ্দেশ্যে নৌকায় ভোটের নিশ্চয়তা চেয়ে সাকিব বলেন, ‘নৌকায় ভোট দিবেন তো! হাত তুলে দেখান।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

    বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, পিরোজপুর ইউনিটের কার্যনির্বাহী কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এই...