উজিরপুর প্রতিনিধি : দলীয় শৃংখলা ভঙ্গ করে দলীয় মনোনীত প্রার্থীর বিপক্ষে কাজ করার অভিযোগে দলীয় পদবী থেকে আসাদকে অব্যহতি বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ জানুয়ারি) সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ খায়রুল বাশার লিটন ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহীন হাওলাদারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাতলা ২ নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক পদ থেকে উপজেলা
আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদ হাওলাদারকে অব্যাহতি দেয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে তারা জানান- আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের ২নং পশ্চিম সাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় (নরেন ঠেড়াবাড়ী) ভোট কেন্দ্রের আহবায়ক করা হয়েছিল উজিরপুর উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদ হাওলাদারকে।
কিন্তু আমরা দুঃখের সাথে জানাচ্ছি যে, আসাদ হাওলাদার এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ঈগল মার্কার পক্ষে কাজ করছে। তাই তাকে সাতলা ২ নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে এবং ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ইদ্রিস হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ সেকেন্দার সরদার, ২নং ওয়ার্ডের ইউ,পি সদস্য মোঃ ফারুক মোল্লাকে উক্ত ভোট কেন্দ্রের দায়ীত্ব দেওয়া হলো।