স্টাফ রিপোর্টারঃ বিশ্বজুড়ে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী আজ বুধবার ২ নম্বরে আছে ঢাকা। এদিন সকাল নয়টা ১১ মিনিটে ঢাকার স্কোর ছিল ২০২।
একই সময় ২৬৫ স্কোর নিয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় ১ নম্বরে অবস্থান করছে ভারতের কলকাতা। সেই সঙ্গে ১৯৪ স্কোর নিয়ে ৩ নম্বরে আফগানিস্তানের কাবুল ও ১৯২ স্কোর নিয়ে ৪ নম্বরে আছে ভারতের দিল্লি।
১৮৯ স্কোর নিয়ে পাকিস্তানের করাচি ৫ নম্বরে ও ১৭২ স্কোর নিয়ে চীনের শেনইয়াং ৬ নম্বরে অবস্থান করছে। এদিক থেকে উজবেকিস্তানের তাসখন্দ ১৬৮ স্কোর নিয়ে ৭ নম্বরে ও পাকিস্তানের লাহোর ১৬৫ স্কোর নিয়ে ৮ নম্বরে আছে। ঘানার আক্রা ১৬৪ ও ভারতের মুম্বাই ১৬১ স্কোর নিয়ে যথাক্রমে ৯ ও ১০ নম্বরে অবস্থান করছে।