কলাপাড়া পটুয়াখালী প্রতিনিধি: ০৪ জানুয়ারি পটুয়াখালী—৪ (কলাপাড়া—রাঙ্গাবালী) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মো. মহিববুর রহমান তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
বৃহস্পতিবার বেলা ১১টায় দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মহিববুর রহমান নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, সহসভাপতি নির্মল কুমার নন্দী, সহসভাপতি শহীদুল ইসলাম বিশ্বাস,
কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদার উদ্দিন আহমেদ মাসুম, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক শামীম আল সাইফুল সোহাগ, টিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ আখতারুজ্জামান কোক্কা, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হীরা হাওলাদার প্রমুখ নেতৃবৃন্দ।
মহিববুর রহমান তাঁর নির্বাচনী ইশতেহারে পূনরায় নির্বাচিত হলে কলাপাড়া উপজেলাকে ্#৩৯;জেলা্#৩৯; হিসেবে ঘোষণা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এ ছাড়া কুয়াকাটাকে পরিকল্পনামাফিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা, রাঙ্গাবালী সদর ইউনিয়নকে পৌরসভায় রূপান্তর, মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর, কুয়াকাটায় মাস্টার প্লানের বাইরে জমি বেঁচাকেনায় নিষেধাজ্ঞার আওতা মুক্ত করা,
কলাপাড়া উপজেলা সদর থেকে রাঙ্গাবালী উপজেলা সদরের যোগাযোগ সহজ করতে ফেরি চলাচল ব্যবস্থা নিশ্চিত করা, সুন্দরবন— কুয়াকাটা—রাঙ্গাবালী—কক্সবাজার নৌ রুট চালু করা, সোনারচর—জাহাজমারা—চর হেয়ারকে পর্যটন কেন্দ্র হিসেবে চালু করা, কলাপাড়া ও রাঙ্গাবালীতে শেখ রাসেল স্টেডিয়াম নির্মাণ,
কলাপাড়া উপজেলায় একটি আধুনিক কৃষি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, উপজেলার প্রত্যন্ত এলাকায় টোলমুক্ত কৃষি বাজার স্থাপন, জলকপাটের নিয়ন্ত্রন প্রকৃত কৃষকের হাতে বুঝিয়ে দেয়া, জলকপাট সংযুক্ত খালকে ইজারামুক্ত রাখা, কুয়াকাটায় অত্যাধুনিক নৌ টার্মিনাল স্থাপন,
কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ২৫০ শয্যায় উন্নীতকরণ, কুয়াকাটাতে একটি আন্তর্জাতিকমানের স্টেডিয়াম স্থাপন, কুয়াকাটা সৈকতকে রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহন, গঙ্গামতিতে পর্যটন পল্লী স্থাপনসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়নের কথা তিনি তুলে ধরেছেন।
এ আসনের বর্তমান সংসদ সদস্য হিসেবে মো. মহিববুর রহমান বিগত পাঁচ বছরে কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলায় বর্তমান সরকারের মাধ্যমে ৯৭টি উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করার কথাও ইশতেহারের মাধ্যমে তুলে ধরেছেন।