More

    নির্বাচনে বরিশাল ২  আসনে নৌকার প্রতিপক্ষ আওয়ামীলীগের পদে থাকা স্বতন্ত্র প্রার্থীরা

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ সরদার সোহেল : অনুষ্ঠিত্ব ২৪ জানুয়ারি  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উজিরপুর বানড়ীপারা সংসদীয়  আসনে নৌকাকে প্রতিপক্ষ বানিয়ে প্রচারে ব‍্যস্ত আওয়ামীলীগের পদে থাকা স্বতন্ত্র প্রার্থীরা।

    প্রধান বিরোধীদল বিএনপি নির্বাচনে অংশ না নেবার সুবাদে নাম সর্বস্ব রাজনৈতিক দলের প্রার্থীরা ব‍্যনার পোষ্টার লাগীয়ে ক্ষান্ত মাঠের প্রচারনায় দেখা মেলা ভাড়!   তবে ১৪ দলীয় জোটের মনোনীত নৌকা মার্কার  ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সভাপতি রাশেদ খান মেনন,  আওয়ামীলীগের মনোনয়ন বঞ্চিত  কেন্দ্রীয়  আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফাইয়াজুল হক রাজু  হয়ে স্বতন্ত্র ঈগল প্রতিকে

    নৌকা নিয়ে নির্বাচিত সাবেক এমপি মনিরুল ইসলাম মনি ঢেকি প্রতিকে স্বতন্ত্র নবাগত বঙ্গবীর কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতালীগের গামছা প্রতিকের শিল্পী নকুল কুমার বিশ্বাস প্রার্থী হিসেবে  প্রচার প্রচারণায় মাঠে দেখা গেলেও সাংগঠনিক ভাবে দূর্বল ন‍্যাসনাল পিপলস পার্টির আম প্রতিকের সাহেব আলী রনি, তৃণমূল

    বিএনপির শাহজাহান সিরাজ এলাকায় কিছু ব‍্যনার পোষ্টার সাটিয়ে রেখেছেন কিন্তু প্রচারণা উঠান বৈঠকের উল্লেখযোগ্য কোনো কর্মকাণ্ড দেখা যায়নি বলে জানিয়েছে এলাকাবাসী। সরেজমিনে এলাকায় ঘুরে জানাগেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রধান রাজনৈতিক দল আওয়ামীলীগের মনোনীত প্রার্থী রাশেদ

    খান মেননের পক্ষে সাংগঠনিক ভাবে উজিরপুর বানড়ীপারার প্রতিটি ওয়ার্ডে জোরালো প্রচারে সরকারের বিভিন্ন  উন্নয়ন  অবদানের ফিরিস্তি তুলে ধরে নৌকা মার্কার সমর্থনে ভোট প্রার্থনা করে বিজয়ী করার আহবান জানাতে এগিয়ে রয়েছেন  আওয়ামীলীগ নেতা কর্মিরা ।

    পাশাপাশি আওয়ামীলীগের মনোনয়ন বঞ্চিত হয়ে শেরেবাংলা একে ফজলুল হকের নাতী ফাইয়াজুল হক রাজু এবারের নির্বাচনে অংশগ্রহণ করে ঈগল প্রতিকে প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্বাচনি এলাকায় রাজুর ব‍্যক্তিগত ইজমে ও আওয়ামীলীগ দলীয় বিভিন্ন পদে থাকা নেতাকর্মীদের নিয়ে নিজের ব‍্যক্তিগত পরিচয় দিয়ে আওয়ামীলীগ সরকারের উন্নয়ন তুলে ধরে  প্রচার প্রচারে ব‍্যস্ত সময় পার করছে এবং দলীয় সভাপতি শেখ হাসিনার মনোনীত নৌকার প্রার্থীকে প্রধান  প্রতিপক্ষ হিসেবে ধরে নিয়ে বিষোদগার করে নির্বাচনি বৈতরণী পার করার চেষ্টা করছে রাজু সর্মথিত নেতাকর্মীরা চলছে ধাওয়া পাল্টা ধাওয়া মারামারি মটরসাইকেলে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটিয়েছে ঈগল ও নৌকামার্কার সমর্থকেরা।

    সাবেক নৌকা মার্কার নির্বাচিত এমপি মনিরুল ইসলাম মনি আওয়ামীলীগের মনোনয়ন না পেয়ে ঢেকি প্রতিকে প্রচারণা চালাচ্ছে  তিনি তার এমপি থাকাকালীন সময়ে সরকারি বিভিন্ন  উন্নয়ন কাজের কথা তুলে ধরে প্রচার চলছে। উজিরপুর বানড়ীপারা সংসদীয়  আসনে রাজনৈতিক নেতা হিসেবে  নতুন ভাবে পরিচিত পাওয়া জনপ্রিয় শিল্পী নকুল কুমার বিশ্বাস কৃষক শ্রমিক জনতালীগের গামছা প্রতিক নিয়ে মাঠে রয়েছেন তিনিও নিজেকে বঙ্গবন্ধুর  আদর্শের সৈনিক আওয়ামী ঘরানার লোক দাবী করে সরকারের সুনাম প্রচার করে গামছা প্রতীকে ভোট দেবার আহবান জানান।  এ যেন নিজ ঘরে বসবাস করে স্ববিরোধীতা করা।

    এ বিষয়ে ফাইয়াজুল হক রাজুর ঈগল প্রতিকের নির্বাচন পরিচালনা কমিটির  উজিরপুর উপজেলার  আহবায়ক উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম বালী বক্তব্যে বলেন এবারের নির্বাচনে জাতীয় নেতা রাশেদ খান মেনন নৌকা প্রতিকের প্রার্থীর চেয়ে শেরেবাংলার নাতী ফাইয়াজুল হক রাজুকে যোগ্য মনে করি এবং তিনিও আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির নেতা তাই বিএনপি বিহীন নির্বাচনকে প্রতিযোগিতামূলক করার জন্য  ঈগল মার্কার সমর্থনে কাজ করছি ।

    গুঠিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ  সম্পাদক  সাকলান হোসেন খান বলেন  আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থেকে দেশের রাস্তাঘাট,স্কুল কলেজ,মসজিদ মন্দির নিগৃহীত জনগোষ্ঠীর জন্য বয়স্ক ভাতা বিধবা ভাতা সহ আর্থসামাজিক  উন্নয়ন, মেগা প্রকল্প বাস্তবায়ন করে বিশ্ব দরবারে  বাংলাদেশকে উন্নত দেশের তালিকায় নিয়ে গেছে তাই এখন মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে আমি গর্ব করে আওয়ামী উন্নয়ন তুলে ধরতে পারছি।

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সভাপতি শেখ হাসিনা যাকে নৌকা মার্কার প্রার্থী করে পাঠিয়েছে আমারা ঐক্যবদ্ধ  সক্রিয় ভাবে কাজ করবো ও নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত।  এলাকার সাধারণত জনগন জানান আওয়ামীলীগের পদবীর একাধিক প্রার্থী নির্বাচনে  অংশ নিয়ে নিজেকে আওয়ামীলীগ দাবী করে নিজ প্রতিকে ভোট চাইছে তবে ভোটের মাঠে হাইকমান্ডের নির্দেশে বিএনপি ও

    অন্য দলের কোন নেতাকর্মী  অংশগ্রহণ করবেনা নিশ্চিত তাই আওয়ামীলীগে একনিষ্ঠ কর্মিরা দলের প্রতি আস্থা রেখে উজিরপুর বানড়ীপারা আসনে নৌকা মার্কা বিজয় লাভ করবে ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে সরকারি ইজারা পয়েন্টে বালু কাটতে পারছেন না, ইজারদার শহিদ

    বরিশাল জেলা প্রশাসকের কালেক্টর অফিস থেকে বানারীপাড়া সন্ধ্যা নদীর নবগ্রাম মৌজার জেল ৪৮, খতিয়ান : ১ দাগ নং ২০৮...