More

    বরিশাল ২ আসনে সতন্ত্র প্রার্থী মনির নৌকা মার্কায় সমর্থন জানালেন 

    অবশ্যই পরুন

    উজিরপুর প্রতিনিধি  : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ২ উজিরপুর  বানড়ীপারা সংসদীয়  আসনের ঢেকি প্রতিকের স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম মনি নৌকা মার্কার মনোনীত প্রার্থী কমরেড রাশেদ খান মেননকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দারালেন

    ৪ জানুয়ারি উজিরপুর উপজেলা সদরের ডব্লিউ বি ইউনিয়ন স্কুল মাঠে আয়োজিত উঠান বৈঠকে উপস্থিত হয়  তিনি এ ঘোষণা দেন।
    এসময় সাবেক এমপি মনিরুল ইসলাম  দলীয় সভাপতি শেখ হাসিনার প্রতি আস্থা রেখে উন্নয়ন  অগ্রযাত্রা অব‍্যহত রাখতে মেননকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে আহবান জানান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে সরকারি ইজারা পয়েন্টে বালু কাটতে পারছেন না, ইজারদার শহিদ

    বরিশাল জেলা প্রশাসকের কালেক্টর অফিস থেকে বানারীপাড়া সন্ধ্যা নদীর নবগ্রাম মৌজার জেল ৪৮, খতিয়ান : ১ দাগ নং ২০৮...