More

    কলাপাড়ায় দা’সহ নৌকার এক সমর্থকসহ আটক চার 

    অবশ্যই পরুন

    কলাপাড়া পটুয়াখালী প্রতিনিধি: ০৭ জানুয়ারি  পটুয়াখালী—৪ (কলাপাড়া –—রাঙ্গাবালী) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নিবার্চন দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তি পূর্ন ভাবে শেষ হয়েছে।

    তবে প্রতিটি কেন্দ্রেই ভোটার উপস্থিত ছিল কম। রোববার দুপুরে কলাপাড়া পৌরশহরের খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে থেকে দেশি অস্ত্র বাংলা দা’সহ নৌকার সমর্থক আরাফাতকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে।

    পটুয়াখালীর জেলা প্রশাসক মো: নূর কুতুবুল আলম ওই যুবককে আটক করেন। এসময় তার কাছ থেকে একটি দা জব্দ করা হয়। ওই যুবককে থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। কলাপাড়া থানার ওসি মো: আলী আহম্মেদ গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

    এছাড়া নির্বাচন চলা কালে রোববার দুপুর ১২ টায় টিয়াখালী ইউনিয়নের উত্তর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাহিরে রাস্তায় নৌকা প্রতীকের সমর্থক মিজান, বশির, আবুল ও শিপনের নেতৃত্বে স্বতন্ত্র ঈগল

    প্রতীকের সমর্থক জাহিদুল হাওলাদার, আরিফ মোল্লা ও কামরুলসহ ৭/৮ জনকে মারধর করে। দুপুর ১২ টায় একই ইউনিয়নের রজপাড়া দ্বীন এলাহী দাখিল মাদ্রাসা কেন্দ্রের বাহিরে রাস্তায় নৌকা প্রতীকের কমীর্ ফেরদৌসের নেতৃত্বে ১০/১২ কমীর্ ঈগল প্রতীকের কমীর্ জাফর আলী (৩০). তুষার (২০), বাবুল গাজী (৪০) ও মোশারফ (৪৫) কে মারধর করে।

    এব্যাপরে টিয়াখালী ইউনিয়র নৌকা প্রতীকের নির্বাচনী সমšন্নয়ক সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ মো: মশিউর রহমান শিমু বিষটি অস্বীকার করে বলেন, ওটা স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের অভ্যান্তরীন ব্যাপার।

    এছাড়া লতাচাপলী আজিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে অবৈধ ভাবে প্রবেশ করায় নৌকা প্রতীকের ৪ কমীর্কে নির্বাহীর্ ম্যজিষ্ট্রেট রবিউল ইসলাম আটক করেন। এরা হলেন, মনা বেপারী (৫০), শাহীন (২৮), ডেকরেটর বেল্লাল (২৫)।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কলাপাড়ায় শিক্ষা উপকরণ সরবরাহের নামে লাখ লাখ টাকা গায়েব

    পটুয়াখালী প্রতিনিধি :  পটুয়াখালীর কলাপাড়ায় শিক্ষা উপকরণ সরবারহের নামে ১৭২টি স্কুল থেকে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা গায়েব করার...