More

    ভরা ব্যালট বাক্সের তথ্য দিলেন রিজভী

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একতরফা নির্বাচনেও আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখা হয়েছে। আজ সেই একতরফা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটকেন্দ্রে কোনো ভোটার নেই। এ নির্বাচনে জনগণ যায়নি।

    রোববার (৭ জানুয়ারি) সকাল ৯টায় দিকে কুর্মিটোলা বাসস্ট্যান্ডে মিছিল শেষে এ মন্তব্য করেন তিনি। ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে ডাকা হরতাল সফলে এ মিছিল বের করেন তিনি। এ সময় স্থানীয় নেতাকর্মীরা রিজভীর সঙ্গে মিছিল করেন।

    মিছিলে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, যুবদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জাকির হোসেন সিদ্দিকীসহ অনেকে।

    রিজভী বলেন, আতঙ্কে আওয়ামী লীগের নেতাকর্মীরা গভীর রাতে ব্যালটে সিল মেরে রেখেছে। এর কারণ তারা অবৈধভাবে ক্ষমতায় আছে।

    বিএনপির আন্দোলন চলছে চলবে উল্লেখ করে, আমি দেশবাসীকে আজকের হরতাল সফল করার আহ্বান জানাচ্ছি রিজভী বলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

    বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, পিরোজপুর ইউনিটের কার্যনির্বাহী কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এই...