More

    ইসি ভোটের যে হার দেখিয়েছে, তা হাস্যকর: চরমোনাই পীর

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ  নির্বাচন কমিশন (ইসি) ভোট প্রদানের যে হার উল্লেখ করেছে, তাকে ‘কল্পকাহিনি’ বলে উল্লেখ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিম। তিনি এটিকে হাস্যকর ও মিথ্যা বলে দাবি করেছেন।
     দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট শেষে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
    নির্বাচন কমিশনকে ‘দলান্ধ’ ও ‘বধির’ উল্লেখ করে রেজাউল করিম বলেন, ভোটারবিহীন ভোটকেন্দ্রগুলোর করুণ দশা দেখল দেশবাসী। অথচ নির্বাচন কমিশন ভোটের হারের যে কল্পকাহিনি উল্লেখ করেছে, তা শুধু হাস্যকর ও মিথ্যাই নয়; বরং কোথাও রাতে সিল মেরে ব্যালট বাক্স ভরে রাখা, কোথাও প্রকাশ্য দিবালোকে গুন্ডা বাহিনীর ব্যালট পেপারে সিল মারার ‘হোলি খেলার’ ঘটনা ঘটানো হয়েছে। ভোট প্রদানের হার নয়, ভোটারবিহীন এই ভোটের ‘আইওয়াশ’ গণনা করেছে ইসি।
    ‘একতরফা’ নির্বাচনকে বর্জন করে ভোট না দেওয়ায় দেশবাসীকে অভিনন্দন জানান রেজাউল করিম। তিনি বলেন, এর মধ্য দিয়ে সরকারকে ‘লাল কার্ড’ দেখাল দেশবাসী। তিনি জনগণকে নতুন উদ্যমে সরকারবিরোধী আন্দোলন জোরদার করার আহ্বান জানান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে ৬ লক্ষ টাকার অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট

    মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ বেহুন্দিসহ অন্যান্য ক্ষতিকর জাল অপসারণে “বিশেষ কম্বিং অপারেশন-২০২৬” এর অংশ হিসেবে বছরের প্রথম দিনই বরিশাল...