More

    কলাপাড়া নির্বাচন পরবর্তী হামলায় নৌকার সাতজন সমর্থক আহত একজনের অবস্থা আশঙ্কাজনক

    অবশ্যই পরুন

    কলাপাড়া পটুয়াখালী প্রতিনিধিঃ ০৮ জানুয়ারি পটুয়াখালীর কলাপাড়ায় বিজয়ী নৌকা প্রতীকের প্রার্থী মো. মহিববুর রহমানের সাথে দেখা করতে আসার পথে নৌকা প্রতীকের সমর্থক ৭জন কর্মীকে কুপিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

    সোমবার বেলা সাড়ে ১১টার সময় টিয়াখালী ইউনিয়নের হাঁটখোলা এলাকায় এ ঘটনা ঘটেছে। আহতরা হলেন, মো. বশির উদ্দিন (৫৫), মিজানুর রহমান (৫০), শিপন (৪০), ইদ্রিস মিয়া (৬৬), সোহেল (৪২), আকিব (২৩), মিজান হাওলাদার (৪৮)।

    এদের মধ্যে বশির উদ্দিন নামে আহত একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের—ই—বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বশিরের দুই হাঁটু, দুই হাতসহ শরীরে কোপের আঘাত লেগেছে। আহতরা সবাই নৌকা প্রতীকের সমর্থক বলে জানা গেছে।

    পরাজিত ঈগল প্রতীকের সমর্থকরা এ ঘটনার সাথে জড়িত বলে নৌকার আহত সমর্থকরা জানিয়েছে। কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মো. মিজানুর রহমান নিজেকে টিয়াখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক দাবি করে বলেন, আমরা নৌকার সমর্থকরা টিয়াখালীর ব্রীজঘাট এলাকা থেকে ১৫টি অটোতে করে কলাপাড়া পৌর শহরে অবস্থিত উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে যাওয়ার পথে আমাদের গতিরোধ করে। এরপর এলোপাথারি মারধর করা হয়।

    হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে। এতে কারও কারও মাথা, হাঁটুসহ শরীরে বিভিন্ন স্থানে জখম হয়েছে। মিজানুর রহমান আরও বলেন, অতর্কিত এ হামলার সাথে টিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজন মোল্লার নেতৃত্বে১০/১২ জন এ হামলা চালায়।

    স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মো. মিনহাজ উদ্দিন ভূঁইয়া বলেন, ্#৩৯;বশিরের মাথা, দুই হাতের কনুই, পেটের একাংশের আঘাত গুরুতর। এ ছাড়া তাঁর শরীরেও মারধরে জখম হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশালে পাঠানো হয়েছে।

    বাকিদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।্#৩৯; টিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজন মোল্লা তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ্#৩৯;আহতরা সবাই টিয়াখালীর জুয়েল প্যাদা হত্যা মামলার আসামী। এরা ছিল নৌকার সমর্থক।

    সাবেক ইউপি সদস্য খোকন প্যাদা ছিলেন স্বতন্ত্র প্রার্থী ঈগলের সমর্থক। গতকাল ভোটের দিন টিয়াখালীর দুটি ভোটকেন্দে্র হামলার ঘটনা ঘটে। এর জের ধরে সোমবার সকালে খোকন প্যাদার বাড়িতে গিয়ে বশির উদ্দিন, মিজান, শিপনসহ কয়েকজন হামলা চালায়।

    এতে খোকন প্যাদার বাবা ফারুক প্যাদা আহত হয়। এলাকাবাসীসহ ঈগলের সমর্থকরা প্রতিরোধ করতে গেলে দু্#৩৯;পক্ষের মধ্যে মারামারি হয়।্#৩৯; তিনি আরও বলেন, একজন ইউপি চেয়ারম্যান হয়ে আমি কখনও এমন হীন কাজের সাথে যুক্ত নই। আমার কোনো ভাইও এর সাথে জড়িত নয়।

    ঈগল প্রতীকের সমর্থক হওয়ার কারণে উদ্দেশ্য প্রনোদিত হয়ে এ ঘটনার সাথে আমার নাম জড়ানো হয়েছে। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ বলেন, ্#৩৯;আমরা খবর পেয়েছি। হামলায় সাতজন আহত হয়েছে।

    এর মধ্য একজনের অবস্থা গুরুতর। তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে। এখন টিয়াখালী এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করার জন্য চেষ্টা চলছে।্#৩৯;

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পিরোজপুরে আফতাবউদ্দিন কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

    পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে আফতাবউদ্দিন কলেজে নবীনবরণ ও বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সকালে পিরোজপুর পৌরসভার একমাত্র...