More

    একটানে জেলের জালে ২০ লাখ টাকার ইলিশ

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ফরিদ মাঝি নামের এক জেলের জালে ধড়া পড়েছে ৯২ মণ ইলিশ।

    বুধবার (১০ জানুয়ারি) দুপুরে এসব মাছ মহিপুরের ‘ঝুমুর অ্যান্ড ব্রাদার্স’ নামের একটি মৎস্য আড়তে নিয়ে আসা হয়। পরে মাছগুলো নিলামের মাধ্যমে ২০ লাখ ২৫ হাজার টাকায় বিক্রি হয়।

    এর আগে মঙ্গলবার দুপুরে পায়রা বন্দরের শেষ বয়া থেকে ১০০ কিলোমিটার অদূরে মাছগুলো জালের একটানে ধরা পড়ে। শীত মৌসুমে দীর্ঘদিন পর এই জেলের জালে ইলিশ ধরা পড়ায় খুশি জেলেসহ ব্যবসায়ীরা। জেলে ফরিদ মাঝি জানান, চট্টগ্রাম থেকে এক সপ্তাহ আগে ১৭ জন জেলে নিয়ে ‘এফবি মা জননী’ নামের ট্রলার নিয়ে আমরা সাগরে যাই। প্রথম দিকে মাছ না পাওয়ায় অনেকটা হতাশ হয়ে পড়ি।

    পরে আরও গভীর সাগরে পায়রা বন্দর থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে যাই। সোমবার আমাদের জালে কিছু ইলিশ ধরা পরে। মঙ্গলবার আরও একটু গভীরে গিয়ে জাল ফেলার পর একটানে অনেক বেশি ইলিশ ওঠে। এফবি মা জননী ট্রলারের শাঝি শহীদ কোম্পানী জানান, অনেক দিন ধরে সাগরে খুব কম মাছ ধরা পড়ছে।

    আমাদের লোকসান গুনতে হচ্ছে। তার মধ্যে এই শীত মৌসুমে এত বেশি পরিমাণ মাছ ধরা পড়বে সেটা কল্পনাও করতে পারিনি। এই মাছ বিক্রি করে পেছনের লোকসান কাটিয়ে উঠতে পারব। কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, গভীরে জেলেরা জাল ফেললে আরও বেশি মাছ ধরা পড়বে। এছাড়া ফেরুয়ারি এবং মার্চ মাসে জেলের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়তে পারে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    সুপার ফোরে যেতে যে সমীকরণ মেলাতে হবে বাংলাদেশকে

    এশিয়া কাপের ‘বি’ গ্রুপে শ্রীলঙ্কাকে প্রায় হারিয়েই দিয়েছিল হংকং। জিতলে বাংলাদেশের জন্য হিসাবটা অনেক সহজ হতো। শেষ পর্যন্ত তা...