পটুয়াখালী প্রতিনিধি:হেলিকপ্টারে উড়ে নববধূকে নিয়ে বাড়িতে পৌছে বাবার স্বপ্ন পুরণ করলেন পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটার যুবক তৌফিকুল ইসলাম রনি।
শনিবার বেলা দুইটায় তৌফিকুল ইসলাম নববধূকে নিয়ে কুয়াকাটা পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে বাড়ির কাছেই হেলিকপ্টারযোগে নামলেন। আর অ্যান্ড আর এভিয়েশনের একটি হেলিকপ্টারে নব দম্পতি কুয়াকাটায় পৌছান। বর তৌফিকুল ইসলাম ও নববধূ নিলিমা আরফিন নৌমি ডাক্তারি বিষয়ে পড়াশোনা শেষ করেছেন।
এখন উভয় ইন্টার্ণশিপ করছেন। কুয়াকাটায় মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে বলে জানালেন এ নবদম্পতি ।
কুয়াকাটার আবাসিক হোটেল রণির মালিক মানিক মিয়ার ছেলে তৌফিকুল ইসলাম রনি জানান, তার বাবার শখ ছিল ছেলে ডাক্তার হবে। ছেলে বউ ডাক্তার হবে। এসব স্বপ্নের পাশাপাশি হেলিকপ্টারে বউ বাড়িতে নিয়ে আসবেন। এসব স্বপ্ন্ পুরণেই তার এমন উদ্যোগ।
এসময় স্থানীয় লোকজনসহ স্বজনরা নবদম্পতিকে বরণ করতে ভিড় করেন। জানা গেছে, শরীয়তপুরের ব্যাংক কর্মকর্তা মোঃ নুরুজ্জামানের মেয়ে নিলিমা আরফিনের সঙ্গে শুক্রবার তৌফিকুল ইসলামের বিয়ে সম্পন্ন হয়।
নবদম্পতি একটি প্রাইভেট মেডিকেল কলেজ থেকে লেখাপড়া সম্পন্ন করেছেন। হেলিকপ্টার ভাড়া বাবদ এক লাখ আশি হাজার টাকা ব্যয় হওয়ার কথা জানালেন তারা।