More

    কলাপাড়ায় নির্মানাধীন বিদ্যুৎ প্লান্টে কর্মরত চীনা নাগরিকের মৃত্যু

    অবশ্যই পরুন

    পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ার ধানখালীতে নির্মানাধীন ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল) এ কর্মরত চীনা নাগরিক রেন ঝি’র (৩৯) আকস্মিক মৃত্যু হয়েছে।

    তিনি সোমবার সকালে নির্মানাধীন পাওয়ার প্লান্টের অভ্যন্তরে একটি ব্যাটারিচালিত ইজিবাইক চালাচ্ছিলেন। আশপাশের কর্মচারীরা তার বাইকটি থামানো দেখতে পায়। তাকে ডাকাডাকি করলে কোন সারাশব্দ না পেয়ে অচেতন অবস্থায় কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে। সোমবার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনাটি ঘটে। কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ এ খবর নিশ্চিত করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    সুপার ফোরে যেতে যে সমীকরণ মেলাতে হবে বাংলাদেশকে

    এশিয়া কাপের ‘বি’ গ্রুপে শ্রীলঙ্কাকে প্রায় হারিয়েই দিয়েছিল হংকং। জিতলে বাংলাদেশের জন্য হিসাবটা অনেক সহজ হতো। শেষ পর্যন্ত তা...