More

    পটুয়াখালীর দুমকিতে চোরদের কবলে পড়া ৬টি গরু উদ্ধার

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর দুমকিতে ট্রাকসহ চুরির ৬টি গরু উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার চরগরবদী ফেরিঘাট এলাকায় ট্রাক (ঢাকা মেট্রো ১১-৪৫৩০) ৬টি গরু বোঝাই অবস্থায় আটক করা হয়।

    পুলিশ জানায়, পায়রা সেতুর টোল প্লাজায় পুলিশের অভিযান চলাকালে পটুয়াখালী থেকে আসা একটি গরু বোঝাই ট্রাককে সন্দেহ হলে থামানোর জন্য বলা হয়। কিন্তু ড্রাইভার পুলিশ দেখে দ্রুত ট্রাক নিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশের ধাওয়ায় ট্রাকটি চরগরবদী ফেরিঘাট এলাকায় গরুসহ ফেলে রেখে ড্রাইভার পালিয়ে যায়। পরে পুলিশ ট্রাকসহ ৬টি চোরাই গরু উদ্ধার করে।

    দুমকি থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, ট্রাকটি মূলত পটুয়াখালীর উদ্দেশে রওয়ানা দিয়েছিল। পথিমধ্যে পুলিশ দেখে ড্রাইভারসহ চোর চক্র পালিয়ে যায়। আমরা গরুসহ ট্রাকটিকে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করব।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    সুপার ফোরে যেতে যে সমীকরণ মেলাতে হবে বাংলাদেশকে

    এশিয়া কাপের ‘বি’ গ্রুপে শ্রীলঙ্কাকে প্রায় হারিয়েই দিয়েছিল হংকং। জিতলে বাংলাদেশের জন্য হিসাবটা অনেক সহজ হতো। শেষ পর্যন্ত তা...