More

    বিপিএলের টিকিট পাওয়া যাবে কাল থেকে, সর্বনিম্ন মূল্য ২০০ টাকা

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ আগামী শুক্রবার শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দশম আসর। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে হবে সাত দলের টি-টোয়েন্টি টুর্নামেন্টের ৪৬ ম্যাচ।

    ১৯ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত চারটি ম্যাচ ডেতে ঢাকার শেরেবাংলা স্টেডিয়ামে হবে টুর্নামেন্টের প্রথম আটটি ম্যাচ। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের আয়োজক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ শেরেবাংলা স্টেডিয়ামের টিকিটের মূল্য ও কোথায় ও কীভাবে পাওয়া যাবে তা জানিয়েছে।

    শেরেবাংলা স্টেডিয়ামে সর্বনিম্ন টিকিটের মূল্য ২০০ টাকা। এই দামের টিকিটে খেলা দেখা যাবে পূর্ব গ্যালারিতে। সর্বোচ্চ ২৫০০ টাকা মূল্যের টিকিট গ্র্যান্ড স্ট্যান্ডের। এ ছাড়া ভিআইপি স্ট্যান্ড ১৫০০ টাকা, ক্লাব হাউজ ৮০০ টাকা এবং উত্তর ও দক্ষিণ গ্যালারির টিকিটের দাম ৪০০ টাকা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

    বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, পিরোজপুর ইউনিটের কার্যনির্বাহী কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এই...