More

    উজিরপুরে অগ্নিকাণ্ডে এক বৃদ্ধা নিহত,  দুইটি বসত ঘরসহ কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

    অবশ্যই পরুন

    উজিরপুর প্রতিনিধি : বরিশাল জেলার  উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের  গুঠিয়ায় গ্রামে কয়েক ঘন্টার ব‍্যবধানে দুটি বসতঘরে রহস‍্যজনক অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটেছে। এতে এক মহিলা নিহত হয়েছেন।

    পুড়েগেছে কয়েক লক্ষ টাকার মালামাল।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,  উপজেলার গুঠিয়া ইউনিয়নের নিত‍্যানন্দী গ্রামে গত ২১ জানুয়ারি রবিবার রাত ৯টার দিকে মৃত কালু হাওলাদারের ঘরে আগুন লাগে এসময় কালু হাওলাদারের স্ত্রী বৃদ্বা চানবরু বিবি (৯০) আগুনে ঝলসে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    নিহতের নাতী রহিম হাওলাদার জানান বৃদ্বা দাদী, দাদা কালু হাওলাদারের ভিটিতে একা বসবাস করত অসাবধানতাবশত কুপির আগুন কাপর অথবা মশারিতে ছড়িয়ে পরে তিনি অগ্নীদগ্ধ হয়ে মৃত্যু বরন করেন।

    অপরদিকে ২২ জানুয়ারী সকাল সাড়ে ৯ টায় অগ্নিকাণ্ডে ইউনিয়নের বানকাঠী গ্রামের আফসার হাওলাদারের পুত্র অটোচালক সোহেল হাওলাদারের বসত ঘরে আগুন লেগে নগদ টাকা  মূল‍্যবান জিনিস পুরে ছাই হয়ে যায়।

    এতে কয়েক লক্ষ টাকার ক্ষতিসাধন হয়ে  পথে বসেছে এ পরিবার। অটোচালক সোহেল জানান আজ সকালে তিনি নিজের অটো নিয়ে বের হলে তার স্ত্রী বাচ্চা নিয়ে মাদ্রাসায় থাকায় ফাকা বাড়িতে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে, এতে ঘরে থাকা নগদ একলক্ষ টাকা পাসপোর্ট, জমির দলিল,টিভি,ফ্রিজ, ঘরে রক্ষিত ধান চাল সব পুড়ে গেছে।

    এখন পরনের কাপর আছে আমার সম্বল। তিনি আরো বলেন গত এক মাস পূর্বে আমার ঘর ফাঁকা থাকলে চুরির ঘটনা ঘটে। এবারেও ঠিক একই ভাবে বাড়ি ফাঁকা থাকায় পরিকল্পিত ভাবে  আগুন লাগিয়ে দেয়া হতে পারে বলে ধারন।

    এ বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ জানান,অগ্নিকাণ্ডের ঘটনা শুনেছি তবে রহস্যজনকের বিষয় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    চরফ্যাশনে সুপ্রিম কোর্টের আইনজীবী পারভেজকে হত্যা চেষ্টা

    চরফ্যাশন প্রতিনিধি: সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট পারভেজ হোসেনকে হত্যা চেষ্টা করেছে সন্ত্রাসী দল। রবিবার (১৮সেপ্টেম্বর) বেলা ১টায় চরফ্যাশন উপজেলার শশীভূষণে...