More

    ভোলায় গাঁজাসহ যুবক আটক

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ ভোলার মেঘনা নদীতে একটি স্পিড বোট থেকে গাঁজাসহ মো. মনির হাওলাদার (৩৬) নামে এক যুবককে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। এ সময় তার কাছে ১০ কেজি ৪শ’ গ্রাম গাঁজা, দুটি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৮৭৪ টাকা পাওয়া যায়।

    মনির হাওলাদার পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কালাইয়া গ্রামের মজু হাওলাদারের ছেলে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভোলার খেয়াঘাট সংলগ্ন কোস্টগার্ড দক্ষিণ জোনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্টাফ অফিসার অপারেশন লে. কমান্ডার সালাহউদ্দিন রশিদ তানভীর।

    তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল আনুমানিক ৪টার দিকে ভোলা সদর উপজেলার জনতা বাজার সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।

    এ সময় একটি স্পিড বোট তল্লাশি করে ১০ কেজি চার’শ গ্রাম গাঁজাসহ ওই যুবককে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে গাঁজা নিয়ে লক্ষ্মীপুর থেকে ভোলার রুট দিয়ে বরিশালের পাতারহাট যাচ্ছিল বলে স্বীকার করেন।আটক মনির হাওলাদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাঁজাসহ ভোলা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...