More

    বরিশালে তিনটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে তিনটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। পাশাপাশি দুটি ইটভাটা থেকে জরিমানা আদায় করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক এএইচএম রাশেদ।

    ২৩ জানুয়ারি বেলা ১১টা থেকে বিকাল পর্যন্ত এ অভিযানের নেতৃত্বে ছিলেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী বিচারক সুলতানা সালেহা সুমী।

    পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এএইচএম রাশেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আজ বেলা ১১টার দিকে উপজেলার আউলিয়াপুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। ওই গ্রামের ফিক্সড চিমনির এমআরবি নামের অবৈধ ইটভাটা ভেঙে ফেলা হয়। এ সময় ভাটা মালিক মো. মশিউর রহমানের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।’

    নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক বাসিন্দারা জানান, ‘ওই ইটাভাটা মালিক মশিউর রহমান পৌর আওয়ামী লীগের সভাপতি। ক্ষমতাসীন দলের এ নেতার অবৈধ ইটভাটায় কাঠ ও গাছ পোড়ানো হয়। প্রভাবশালী নেতা হওয়ায় কেউ কোনো প্রতিবাদ করতো না।

    উপপরিচালক বলেন, ‘বেলা তিনটায় ভ্রাম্যমাণ আদালত উপজেলার কলসকাঠি ইউনিয়নের সাদিস গ্রামে অভিযান চালানো হয়। ওই গ্রামের অবৈধ যমুনা ব্রিকস এক্সকাভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি ইটভাটা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    তিনি বলেন, ‘ভ্রাম্যমাণ আদালত বিকাল ৪টায় মেসার্স ২ স্টার ব্রিকসে অভিযান করে। অবৈধ এ ইটভাটাও গুড়িয়ে দেওয়া হয়েছে। তবে কাউকে না পাওয়ায় জরিমানা করা হয়নি।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কালকিনিতে আড়িয়াল খাঁ নদের তীর কেটে মাটি উত্তোলন: চালককে ৩ লক্ষ টাকা জরিমানা

    কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলার খাসেরহাট এলাকায় বৃহস্পতিবার বিকালে আড়িয়াল খাঁ নদের তীর কেটে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে...