More

    দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় হবে একটি পরিচ্ছন্ন ও দুর্ণীতিমুক্ত মন্ত্রনালয়— কলাপাড়ায় প্রতিমন্ত্রী মহিববুর রহমান

    অবশ্যই পরুন

    কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান বলেছেন, জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জন্য আশীর্বাদ। আগামী দিনে বাংলাদেশকে তিনি আরও উন্নত দেশে পরিনত করতে চান।

    এ জন্য তিনি একটি স্মার্ট মন্ত্রী সভা গঠন করেছেন। আর সে মন্ত্রীসভায় আমাকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী করেছেন। এতে আমি সম্মানিত হইনি, আমি মনে করি এতে কলাপাড়া—রাঙ্গাবালীর মানুষ সম্মানিত হয়েছে।্#৩৯; পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা, পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

    শুক্রবার বিকেল পাঁচটায় কলাপাড়া পৌর শহরের শহীদ মিনার চত্ত্ধসঢ়;বরে এ সভা অনুষ্ঠিত হয়। প্রতিমন্ত্রী হওয়ার পর শুক্রবার তিনি প্রথম বারের মতো নিজ এলাকা সফর করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহিববুর রহমান পটুয়াখালী—৪ (কলাপাড়া—রাঙ্গাবালী) আসন থেকে দ্বিতীয় বার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনে তিনি প্রথম বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

    এমপি হিসেবে শপথ নেয়ার পর এবার তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর সহধর্মিনী ও আলহাজ্ব জালাল উদ্দিন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা,

    পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নির্মল কুমার নন্দী, সহসভাপতি শহীদুল ইসলাম বিশ্বাস। এ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার। নব নিযুক্ত প্রতিমন্ত্রী একটি জলযানে করে শুক্রবার বিকেল পৌনে পাঁচটায় রাঙ্গাবালী উপজেলা থেকে কলাপাড়া উপজেলা সদরের লঞ্চঘাটে এসে নামেন।

    এখানে উপস্থিত থাকা আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতা—কর্মী মুহুর্মুহু শ্লোগান দিয়ে তাঁকে বরণ করে নেন। পরে মিছিল সহকারে প্রতিমন্ত্রীকে নিয়ে নেতা—কর্মীরা পায়ে হেঁটে শহীদ মিনার চত্ত্ধসঢ়;বরের মতবিনিময় সভাস্থলে পৌঁছান।

    এ সময় ঢোল—বাদ্য বাজিয়ে তাঁকে অভ্যর্থনা জানানো হয়। সভার শুরুতে উপজেলা আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্র লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানানো হয়।

    নিজের মন্ত্রনালয়ে তিনি সততার সাথে দায়িত্ব পালন করবেন এ অঙ্গীকার ব্যক্ত করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান আরও বলেন, আমি দেখিয়ে দিতে চাই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় হবে একটি পরিচ্ছন্ন ও দুর্ণীতিমুক্ত মন্ত্রনালয়।

    কলাপাড়া—রাঙ্গাবালী উপজেলাকে সন্ত্রাস, চাঁদাবাজ, শালিস—বানিজ্য, মাদক ও দুর্ণীতিমুক্ত একটি এলাকা করার কথা তিনি দৃঢ়তার সাথে উচ্চারণ করেন। শুক্রবার সকালে তিনি তাঁর সংসদীয় এলাকার রাঙ্গাবালী উপজেলা সফর করেন। এখানেও তিনি উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় অংশগ্রহন করেন। সন্ধ্যায় প্রতিমন্ত্রীর সম্মানে কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) অসুস্থ, সোহরাওয়ার্দী মেডিকেলে ভর্তি

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) বেশ কিছুদিন ধরে লিভারজনিত জ্বরসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে...