মো: সৌরব (বরগুনা) প্রতিনিধি:- বরগুনার বেতাগীতে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনব্যাপী চক্ষু ক্যাম্পে ৫০০ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এসময় চোখের ছানি অপারেশনের লক্ষ্যে বাছাইকৃত রোগীদের উন্নত চিকিৎসার জন্য বরিশালে প্রেরণ করা হয়।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯ টায় উপজেলার মোকামিয়া কামিল মাদ্রাসায় প্রাঙ্গণে প্রথম ধাপে হোসনাবাদ ও মোকামিয়া ইউনিয়ন থেকে আগত রোগীদের চিকিৎসা দেওয়া হয়। এ সময় বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চক্ষু পরীক্ষা করে ব্যবস্থাপত্র, বিনামূল্যে চশমা ও ওষুধপত্র প্রদান করেন।
বেতাগী উপজেলা জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত বরগুনা ২ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. সুলতান আহমেদ।
এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোকামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল বাশার, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মো. রফিক বিশ্বাস, হোসনাবাদ ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. সাইফুল ইসলাম ফুয়াদ, মোকামিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. নাসির উদ্দিন, বেতাগী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হৃদয় হোসেন মুন্না প্রমুখ।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫৪ বছরে কখনো রাষ্ট্র পরিচালনায় আসেনি। কিন্তু তারপরও সব সময় দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। বিগত সময় বেতাগী উপজেলার যেকোন দুর্যোগ পরিস্থিতিতেও অন্য সকল রাজনৈতিক দলের চেয়ে জামায়াতে ইসলামী বেশি মানুষের সহযোগিতায় কাজ করেছে। আগামীতে জামায়াত মনোনীত সংসদ সদস্য নির্বাচিত হলে বৃহৎ পরিসরে জনগনের সেবা করার সুযোগ তৈরি হবে।
জামায়াতে ইসলামী মনোনীত বরগুনা ২ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. সুলতান আহমেদ বলেন, বিগত ১৬ বছর ফ্যাসিস্ট সরকার বিভিন্ন জুলুমের স্বীকারের মাধ্যমে আমাদেরকে জনগণের সেবামূলক কাজ থেকে দূরে রেখেছেন। আলহামদুলিল্লাহ ৫ই আগষ্ট ফ্যাসিস্টদের বিদায়ের পর থেকে আমাদের কার্যক্রম পিছিয়ে নেই। দেশের দূর্যোগ, বন্যা ও মানুষের সুখে দুঃখে বাংলাদেশ জামায়াত ইসলামীর সকল কর্মীগণ জনগণের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।
এদিকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের ব্যতিক্রমী কার্যক্রমকে ঘিরে সংশ্লিষ্ট পরিবার ও সর্ব মহলে প্রশংসনীয় উদ্যোগ বলে সাড়া যুগিয়েছে।