পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মনির খান ও সদর উপজেলার কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক সালমা জাহানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
রোববার সন্ধ্যায় রাজধানীর মিন্টু রোড থেকে গ্রেপ্তার করা হয় তাদের। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী ডিবি পুলিশের ওসি মো. জসিম উদ্দিন। গ্রেপ্তার মনির খানকে ৫ আগস্টের পর ঢাকা ও পটুয়াখালীতে একাধিক মামলায় আসামি করা হয়েছে। তবে তার স্ত্রী সালমা জাহানের বিরুদ্ধে কোনো মামলা নেই। তাদের ঢাকার ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে মনির খানের পরিবার জানিয়েছে।
জানা যায়, রোববার সন্ধ্যায় ঢাকার বাসা থেকে তার এক আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন মনির খান। মিন্টু রোডে পৌঁছালে ডিবি পুলিশ তাদের গ্রেপ্তার করে। তাদের ঢাকার পল্টন থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ বিষয়ে পটুয়াখালী ডিবি পুলিশের ওসি মো. জসিম উদ্দিন বলেন, মনির আগে থেকেই ঢাকা থাকেন।
তার স্ত্রী সালমা জাহান কয়েক মাস আগে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে স্বামীর সঙ্গে ঢাকায় বসবাস করেন। তিনি আরও বলেন, রোববার রাতে ডিএমপি ডিবি পুলিশের একটি দল দুজনকে গ্রেপ্তার করেছে বলে আমরা জেনেছি।