সুপার ফোরের পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হলো বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে ব্যাটাররা দাঁড়াতেই পারল না। শুরুতেই ৫৩ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টাইগাররা। শেষ দিকে জাকের আলি ও শামিম হোসেনের লড়াইয়ে কিছুটা ভরসা মিললেও জয়ের জন্য তা যথেষ্ট হয়নি।
বাংলাদেশের দেওয়া ১৪০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উড়ন্ত জয় তুলে নেয় শ্রীলঙ্কা। এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে ৩২ বল হাতে রেখে ৬ উইকেটে জিতেছে লঙ্কানরা। এমন হারের পর দ্বিতীয় রাউন্ডের পথ আরও কঠিন হয়ে গেল টাইগারদের সামনে। আরব আমিরাতের মাঠে মাঝারি লক্ষ্য নিয়ে খেলতে নেমেই শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং করে লঙ্কানরা।
পাথুম নিশাঙ্কা করেন ৫০ রান, আর কামিল মিশারা ৪৬ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন। তবে এদিন কুশাল মেন্ডিস ও কুশাল পেরেরা রান পাননি। বাংলাদেশি বোলারদের মধ্যে কেবল শেখ মেহেদী দুটি উইকেট নেন। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ব্যর্থ হয় বাংলাদেশ শুরুর ব্যাটাররা। তানজিদ তামিম ও পারভেজ ইমন শূন্য রানে ফেরেন।
লিটন দাস কিছুটা লড়লেও থামেন ২৮ রানে। ব্যর্থ হন শেখ মেহেদী ও তাওহীদ হৃদয়ও। সঙ্কটময় সময়ে দলকে কিছুটা লড়াইয়ের পুঁজি এনে দেন জাকের আলি ও শামিম হোসেন। ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন ৮১ রানের জুটি গড়েন দুজন।
শামিম ৩৪ বলে অপরাজিত ৪২ রান করেন, সমান সংখ্যক বল খেলে জাকের অপরাজিত থাকেন ৪১ রানে। তবে তাদের এই জুটি শেষ পর্যন্ত কাজে লাগেনি। ৬ উইকেটের হারে মাঠ ছাড়তে হলো বাংলাদেশকে, যা সুপার ফোরে জায়গা পাওয়ার সম্ভাবনা কঠিন করে তুলেছে।